Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তৌফিক মাসুদ

১০ বছর আগে

পিউ

   

অনেক দিন আগের কথা। এক বনের ধারে হিজল গাছের তলায় একটা পুকুর ছিল। সেখানে তিনটি ছোট্ট হাঁসের ছানা তাদের মায়ের সাথে বাস করত। হাঁসের ছানাগুলোর মা অনেক শখ করে তাদের নাম রেখেছিল। তাদের সবচেয়ে ছোট্টটির নাম ছিল পিউ। সে ছিল বড়ই দয়ালু। অন্য হাঁসেরা যেখানে দুর্বল বা আহত মাছ দেখতে পেলেই গপ করে গিলে ফেলত, সেখানে পিউ কোন আহত মাছ ধরে খেতনা।

 
সে সময় পুকুরে বড় বড় দাঁতওয়ালা মাছেরা বর্ষার পানিতে এখানে চলে এসেছিল। তাই প্রায়ই বিভিন্ন মাছ মরে পরে থাকত। মাঝে মাঝে আহত মাছ পানিতে খাবি খেতে দেখা যেত। একদিন হল কি, একটা ছোট্ট পুঁটি মাছ দাতওয়ালা মাছের আক্রমনের শিকার হল। ছোট্ট হাঁসের ছানা পিউ তা দেখতে পেয়েছিল। তার খুব মায়া হল পুঁটি মাছটির জন্য। সে তার মায়ের অজান্তে মাছটিকে মুখে করে নিয়ে পাশের এক ডোবায় ছেড়ে দিতে গেল। তখন পিউ হাঁসের মা তার অন্য ছানাদের নিয়ে ঝোপের আড়ালে বিশ্রাম করছিল। ভর দুপুর ছিল। এসময় হাঁস ছানাদের খোলা আকাশের নিচে যেতে মানা। এসময় খাবারের নেশায় আকাশে চিল উড়ে। কিন্তু পিউ ভুল করে একটি মাছকে বাচাতে খোলা আকাশের নিচে চলে এসেছিল। একটি চিল অনেকক্ষণ ধরেই সুযোগ খুজছিল। পিউ ঝোপ পেড়িয়ে পাশের ডোবায় নামতেই চিল ছোঁ মেরে পিউকে ধরে নিয়ে আকাশে উড়াল দিল। ততক্ষনে সেই পুঁটি মাছটি নতুন পানি পেয়ে সাতার কাটতে শুরু করেছিল। সে জানতও না তাকে যে বাঁচিয়েছে সে ধারালো নখ আর ঠোঁটের আড়ালে ক্ষত বিক্ষত হচ্ছে।

০ Likes ১২ Comments ০ Share ৬০০ Views