Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পাগল (ছড়া)



পাগল (ছড়া)

নূর মোহাম্মদ নূরু

পাগল কোথায়? কেবা পাগল
ভাবছি বসে নির্জনে,
কোথায় গেলো পাগল পাবো
নগর কিংবা দূর বনে।

আমি পাগল তুমি পাগল
পাগল ভরা দুনিয়া,
কোন পাগল খোঁজো তুমি
কওনা আমায় খুলিয়া।

রঙ্গে ভরা বঙ্গ দেশে
পাগলে গেছে ভরিয়া,
তাদের নানান পাগলামিতে
লজ্জাতে যা্ই মরিয়া।

পাগল আছে হরেক রকম
ভাবে শুধু নিজেকে,
নিজের কথা ভেবে ভেবে,
বাড়ায় নিজের পুঁজিকে।

গদির লোভে কেউবা পাগল
মানুষ মারে পুড়িয়া,
কেউ আবার গুম হয়ে যায়
আতঙ্ক দেশ জুড়িয়া।

এই পাগল আর সেই পাগলে
ফারাক আছে লক্ষ যোজন,
পরের কথা ভেবে ভেবে
জঙ্গলেতে কাটায় জীবন।

কোনো পাগল ঠাই পেতে চায়
সব মানুষের অন্তরে,
সেই পাগলের খোঁজে আমি
ঘুরছি নগর বন্দরে।


প্রকাশকালঃ
ঢাকাঃ সোমবারঃ ২৩ মার্চ ২০১৫ইং
১ Likes ২ Comments ০ Share ৪৩২ Views

Comments (2)

  • - নুসরাত জাহান আজমী

    কি মারাত্মক... emoticons

    - সোহেল আহমেদ পরান

    মনোব্যথী (রোগী)দের জীবনও তো জীবন। যথার্থ টেক কেয়ার দরকার বৈকি।

    শুভেচ্ছা

    • - এ.টি. নূর শেখ লিটা

      যথার্থই বলেছেন। শুভেচ্ছার জন্যে ধন্যবাদ emoticons

    - টোকাই

    অনবদ্য একটি লেখা । মন্তব্য নিষ্প্রয়োজন ।

    • - এ.টি. নূর শেখ লিটা

      অসংখ্য ধন্যবাদ emoticons

    • Load more relies...
    Load more comments...