Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পথেঘাটে চলতে গিয়ে নজরখানি বুলাই!!{আমার ছবি ব্লগ}

[ফুলের কানে ভ্রমর এসে ...] << গানটি শুনতে হলে এখানে ক্লিক করুন... 

ফুলের কানে ভ্রমর এসে...

চুপি চুপি বলে যায়...

তোমার আমার সারাটি হৃদয় নিরবে জড়াতে চায়...

 ...গানটি আমার খুব ভালো লাগে। তাই শেয়ার দিলাম। ইচ্ছে থাকলে শুনে দেখতে পারেন। নাগরিক ব্যস্ততায় একটু খানি পরশ বুলিয়ে যাবে গানখানি। স্মৃতির আকাশে পুরনো দিনের সাদাকালো মিডিয়ায় রাজ্জাক ববিতা'কেও দেখা হয়ে যাবে এক পলক। 

বেড়াতে বেরুলেই মুগ্ধতায় মাঝেমাঝে এরকম ছবি তোলা হয়ে যায়। ছবিগুলো যেন চলার পথে নিরব কথা বলে যায়। আপনারও তাই মনে হবে। দেখুন না কেমন চেয়ে আছে আপনার দিকে... 

 

১) শুভ্রতার প্রতীক যেন, হাসছে চেয়ে চেয়ে... 

 

২) গোলাপী না বেগুনী, বলছে যেন একে অপরকে!

 

৩) লালও নয়, খয়েরীও না, হলুদ রঙের ছোয়ায়...আমরা সবুজের বন্ধু! 

 

৪) গোধূলী মন্থরে ভাবি তার কথা, কবে কোথায় হবে দেখা...  

 

৫) রক্তিম হলে মানাতো ভালো, রঙের বেশ কমতি হলো... জল ছোঁয়া লালে আমি যে এমনই!  

 

৬) লাল হলুদের পাখায় উড়তে চলেছি সে কোন পানে, নিজেই জানি না যে!  

 

 ৭) এক ঝাঁক সবুজের মাঝে আমরা ক'জন হলদে পরী...  

 

৮) আমাদের সে কি হাসি আর আনন্দ, দেখেছো?? রঙের ছটায় নিজেরাই দিশেহারা এই বেলা! 

 

৯) চেনাদের ভিড়ে, সবসময়েই বড় বেশি চেনা, সারাবছর থাকি বউয়ের বিয়েতে, অতি পরিচিত গাঁদা! 

 

১০) তিনজনে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছি বিশ্বটাকে, দুদিনের দুনিয়ায় থাকবো আর কটা দিন?!  

 

১১) যাই হই না কেন, ফুলের ভারে নুইয়ে পড়েছি, ভুঁইয়ের(মাটি) আচলে...সন্তানদের নিয়ে! 

 

১২) গাছের মগডালে আছি, তবু নাগাল পেয়ে কতজনে তুলে নিয়ে জড়ায় খোপায়!  

 

১৩) ফুটবো বলে মাথা উচিয়ে রেখেছি, কবে ফুটবো কে জানে!! 

 

১৪) ছোট হলেও রং আছে,এই রং যে তোর মর্মে লাগে, ভুলায় আঁখি খানা!

 

১৫) আমিও তাই আরেকটু গাড় রঙের পাখা মেলে ধরেছি...  

 

১৬) আমি এক গোলাপী বেগম 

 

 

১৭) গোলাপী পরীর বেশে আমরা ক'জনা 

 

 

১৭)খোপায় গুঁজতে কি মনে চাইছে বলো? আমায় নিয়ে যাবে কোথায় চলো! 

 

১৮) আমিও গুঁজতে চাই, তোমার খোপারও এক কোণায়!  

 

 

১৯) এক ঝাঁক হলুদের উজ্জ্বল আভা , ডানা মেলে উড়ে যেতে চাই ওই আকাশে! 

 

২০) আমরা সবাই মিলে ঢেকে রাখবো আমাদেরই প্রাণ !  

০ Likes ৪০ Comments ০ Share ১০৬০ Views

Comments (40)

  • - আলমগীর সরকার লিটন

    বা বা খুব সুন্দর কবিতা

    অনেক অনেক অভিনন্দন রুবেল দা

    • - সৈয়দ মাজারুল ইসলাম(রুবেল)

      ধন্যবাদ সরকার দা, শুভ কামনা সব সময়ের জন্য।

    - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    খুব সুন্দর কবিতা লিখেছ রুবেল। ধন্যবাদ। শুভেচ্ছা নিও। ভালো থেক।

    • - সৈয়দ মাজারুল ইসলাম(রুবেল)

      আশরাফ ভাই সালাম জানবেন, অনেক লেখার মাঝে আমার লেখাআপনার চোখ এড়িয়ে যায় না দেখলে সত্যিই  ভালো লাগে। শুভ কামনা সব সময়ের জন্য।

    - সকাল রয়

    অনেক লাঙল না ধরেও খাবে _____ তো যাক গে সে কথা।

     

    সুন্দর বর্ণনাশৈলি কবিতা।  আমার কাছে ভালো লাগলো। অনেক শুভকামনা। 

    • - সৈয়দ মাজারুল ইসলাম(রুবেল)

      সকাল দা ভালো লাগলো জেনে প্রীত হলাম, অবিরাম আনন্দে থাকুন।

    Load more comments...