Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পঙ্কিল ভূমি

কতগুলো পাথর সারি সারি
নগর, বন্দর আর অট্টালিকা,
শুধু পাথর আর পাথর ।
এমনকি চাঁদের আলো ও
বাকা হয়ে পড়েনা মেঝেতে ।
একটু দুরেই জোছনা প্লাবনে ভেসে যায়
অগণিত মুখ গুলো ফুটপাথে।
সারি সারি পাথর গুলো বেঁধে ক্লান্ত হয়ে
ওরা ঘুমিয়ে পড়ে সেই ফুটপাথে,
আর শীতল কক্ষে বসে লিখা
এ কলমে কতইনা তীব্রতা !

আর একটু এগুলেই হায়নার দল
ছিঁড়ে ছিঁড়ে খায় বৃক্ষ গুলোকে ,
ওরাই নাকি বন-রক্ষক !!
মরনাস্ত্র কি শুধুই গুলি ছোড়ে ?
কখনো কখনো মরনাস্ত্র হয়ে উঠে কল-কারখানা
গুলিতে গুলিতে বিধ্বস্ত আজ প্রকৃতি ।
পাথরের উপর আর পাথর পড়ে
আর ফুটপাথে মুখগুলো বাড়তেই থাকে।

১ Likes ৩ Comments ০ Share ৬৬৭ Views

Comments (3)

  • - এই মেঘ এই রোদ্দুর

    ভাল লাগছে লেখা

    • - তুহিন সরকার

      ধন্যবাদ, আশাকরি এখানেও সবাইকে পাব।

      ভাল থাকুন সব সময়, শুভকামনা সতত।

    - কাজী যুবাইর মাহমুদ

    দারুণ লেখা
    অভিনন্দন কবি!