Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাসরিন ইসলাম

৯ বছর আগে

নোবেল জোকস

কথা হচ্ছিল শান্তিতে পুরস্কার নিয়ে। হাসাহাসি কম হচ্ছে না বা আশ্চর্যও কম হচ্ছে না মানুষ। তাই আপনাদের জন্যে তিনটি নোবেল জোকস।

১।


২।
১ম বন্ধু: বাঙ্গালিরা নোবেল পায় না কেন?
২য় বন্ধু: কে বলেছে পায় না? প্রতি বছরই তো পায়!
১ম বন্ধু: কীভাবে?
২য় বন্ধূ: প্রতিযোগিতায় কোনো বেল পায় না, এটাই তো নোবেল !

৩।
এ বছর তো দেখি নোবেল পুরস্কারের সব ক্যাটেগরিতেই বাংলাদেশিদের জয়জয়কার। এবার নোবেল ঠেকায় কে !
শান্তি – হাসিনা ও খালেদা, দেশের মানুষকে চরম শান্তিতে রাখার জন্য।
পদার্থতে- ম. খা. আলমগীর, ভবন ধসের ‘নাড়াচাড়া’ তত্ত্ব আবিস্কার করার জন্য ।
রসায়নে- আনন্ত জলিল ও বর্ষা, সেরা রসায়ন জুটি হিসেবে ।
চিকিৎসাতে- এপোলো হাসপাতাল, রুগির পেটে ৯ বছর পর্যন্ত ব্যান্ডেজ রাখতে পারার জন্য ।
অর্থনীতিতে- হলমার্ক গ্রুপ, বাংলাদেশ এর অর্থনীতিতে বিশাল অবদান রাখার জন্য ।
সাহিত্য -তে- সুরঞ্জিত সেন গুপ্ত, ‘কাল বিড়াল’ উপন্যাসের জন্য।
১ Likes ৪ Comments ০ Share ৮৪৭ Views