Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আলভিনা চৌধুরী

১০ বছর আগে

নৈশব্দের পুজারী

  প্রতিক্ষীত পথিকের নাম জপে জপে, 
দিন গুনছিলাম এক প্রেমময় রাত্রির। 

দুঃসহ অপেক্ষাকে ছিড়ে- ছুঁড়ে , 
অস্থিরতা-মগ্ন ঠোঁটে ঠোঁট ঘষে, 
স্বীয় সত্তার আবডালে থাকা সে রাত 
গাঢ় কন্ঠস্বরে শুনিয়ে চলে পৃথিবীর পবিত্রতম ডাক, 
“কাছে এসো, 
এই, কাছে এসো !”

আধো লজ্জায় উন্মাতাল আমি, 
প্রত্যাখ্যানের ধৃষ্টতা দেখানো শিখিনি তখনো ! 
সমস্ত প্রহর নৈশব্দের পুজারী হয়েও
গিয়েছি নীলাভ শীতল কলঙ্ক এবং উষ্ণ আবেগী প্রেমের কাছে ,

শর্তহীন আকাঙ্ক্ষায় ! 


সে রাত আসার আগে আমি জেনে রেখেছিলাম,
আমি কারো কেউ একজন, 
অথবা কেউ একজন আমার । 

এলোমেলো ত্রস্ত পায়ে সে রাতের বিদায়ের বেলা,
আধখাওয়া নির্মোহ চাঁদ এসে আমাকে ফিসফিসিয়ে বলে গিয়েছে, 
আমি কারো কেউ হইনা, 
আমারও “কেউ” বলে কেউ নেই ...  
০ Likes ১ Comments ০ Share ৫০২ Views

Comments (1)

  • - ‍মোঃ মোসাদ্দেক হোসেন

    শুভকামনা জানবেন..

    • - তৌফিক মাসুদ

      আমার ব্লগে এই প্রথম আপনাকে পেলাম। শুভকামনা জানবেন। 

    - জাকিয়া জেসমিন যূথী

    আপনার লেখাগুলো ভালোই লাগছে। লিখতে থাকুন। 

    • - তৌফিক মাসুদ

      ধন্যবাদ, ভাল থাকবেন।