Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

in কলিসয়াম

১০ বছর আগে

নেট-ব্যবহার সচেতনতায় কদমালোচনা :

-কমলা বুবু তোমার জন্য কিছু পরামর্শ আছে ‪‎ফেইসবুক‬ ব্যবহার নিয়ে । পোস্ট করার সময় প্রায়বেসির দিকে খেয়াল রেখো । 

-আমিতো কদম ফ্রেন্ডস অনলি পোস্ট করি । 

-ফ্রেন্ডস অনলি সেটিংস টা আসলে একটা ফাঁকির মত। মনে হচ্ছে শুধু তোমার ফ্রেন্ড লিস্ট এর বন্ধুর্দের সাথে শেয়ার করছ , ব্যাপারটা তা না। 
তোমার বন্ধু যদি তোমার কিছুতে লাইক বা পোস্ট দেয় তবে তোমার পোস্ট তোমার বন্ধুর পোস্ট এর সেটিংস ধারা ওভার রাইট হয়। 

-বুঝি নাই কদম। 

-না মানে, ধর তোমার বন্ধুর সেটিংস এ পাবলিক আছে, অথবা ফ্রেন্ডস অনলি। তাহলে সেই যখন কমেন্ট করলো বা লাইক দিল তোমার কিছুতে, তাহলে তার সেটিংস অনুযায়ী তার ফ্রেন্ড রা দেখবে যারা আবার তোমার ফ্রেন্ড না। বোঝাতে পারসি ?

-একটু , একটু। তাহলে কি করবো ? 

-কাস্টম শেয়ার দিবা, যাদের কে দেখাতে চাও শুধু তারা দেখবে। তারা লাইক বা কমেন্ট করলেও তাদের ফ্রেন্ডরা দেখবেনা। যদি ফ্রেন্ড এর সংখ্যা বেশী থাকে তবে গ্রুপ করে নাও এন্ড শেয়ার দেয়ার সময় কাস্টম শেয়ার এ দিয়ে গ্রুপ কে দিবা। 

-এত ঝামেলা করার কি দরকার ?

-দরকার আছে, গুগল ইমেজ এ ঢুকে তোমার বা তোমার বন্ধুদের নাম লিখে সার্চ দাও। তখন বুঝবা কেন ঝামেলা করতে বলছি। আরো যদি উত্সাহী হও তবে 'Bangladeshi + girls + Facebook' লাইক সার্চ দাও। এখন যদি তোমার বা তোমার পরিচিত জনের ছবি পাও তবে চমকাবা না । এখানে বেশীর ভাগ ছবি হয় ফেইসবুক এর পাবলিক বা ফ্রেন্ডস পোস্ট অথবা বিকৃত মস্তিষ্কের বন্ধুরা ইন্টারনেট এর জালে ছড়িয়ে দিয়েছে, যা এখন আর চাইলেও ডিলিট করতে পারবনা !

-তাহলেত ফেইসবুক ব্যবহার না করলেই হয় !

-এটা তোমার ইচ্ছে । তবে, তুমি কি তোমার কাছের দুরের ভালো মানুষ গুলোকে তোমার সুন্দর মুহূর্ত গুলো শেয়ার থেকে বঞ্চিত করবে? আলফ্রেড নভেল চাচ্চুর ডিনামাইট এর ভালো ব্যবহার ছিল খনিজে বা কনস্ট্রাকশন এর জন্য। তুমি যদি সেই প্রযুক্তি দিয়ে মানুষের ডেস্ট্রাকশন কর তাতে আলফ্রেড চাচ্চুর তো দোষ নেই। ছোট ভাই Zuckerberg এর ফেইসবুকও ঠিক তাই। তুমি কিভাবে ব্যবহার করবা তাই হলো ব্যপার, তোমার যেভাবে মুনচায় !

একটা Rule of thumb: পোস্ট দেয়ার সময় 'শো অফ ' টা কম করলেই দেখবা প্রায়বেসির ঝামেলা ৫০% কমে গেছে। এর পর অন্য সেটিংস এ মনোযোগ দিও।

১ Likes ২ Comments ০ Share ৩৩২ Views