Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আলভিনা চৌধুরী

১০ বছর আগে

নীল ঘাসফুল

 

নিয়তির লিখে দেয়া কষ্টের কবিতাটায় চোখ বুলাতে বুলাতে মেয়েটা হেঁটে চলে।
আজ আর পিছু ফেরবার তাড়া নেই।

কপাল থেকে যত্নে পরা কলাপাতা রঙ্গা টিপ টা অযত্নে খুলে নিলো সে।


ততক্ষনে গুড়িগুড়ি বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছে চশমার কাচ।
মেয়েটা খেয়াল করেনি পথের পাশে একটা নীল ঘাসফুল কাঁদছে !
বৃষ্টি অথবা কান্নায় ভিজে গেছে ঘাসফুলের নির্লিপ্ত কপোল !

কেউ জানেনা !
শুধু আমি জানি, আজ থেকে শহরে মেয়েটার প্রেমিক নামের কেউ থাকবে না.

৩ Likes ১১ Comments ০ Share ৩৮৭ Views