Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নিয়মিত নতুন কবিতা লেখার একটি প্রস্তাবনা

একটা সময় ছিল যখন প্রথম আলো ব্লগে বেশ কজন প্রতিভাবান কবি প্রতি সপ্তাহে নিয়মিত কবিতা লিখতেন।

প্রতি সপ্তাহে একদিন কবিতার বিষয় বস্তু অর্থাৎ কবিতার শিরোনাম বলে দেয়া হত বার্তায় প্রত্যক কবিকে এবং পরবর্তী এক সপ্তাহের মধ্যে কবিতা লিখে নির্দিষ্ট দিনে সম্ভবত প্রতি শুক্রবার সবাই একই নামে নিজ নিজ কবিতা প্রকাশ করতেন।

এতে করে যেটা হত সংশ্লিষ্ট কবিদের মাসে কমপক্ষে চার/পাঁচটি করে নতুন কবিতা লেখা হয়ে যেত।

প্রতি সপ্তাহের শুক্রবারে যে নতুন কবিতা ব্লগে দিতে হবে এই সৃষ্টি সুখের চাপ প্রত্যেকের মাঝেই দেখা যেত।

কবিরা নতুন কবিতার ভাবনায় নিমজ্জিত থাকতেন......এক অন্য রকম ব্যাপার স্যাপার।

 

নক্ষত্র ব্লগে সেই সকল অনেক কবিকেই দেখা যায়।

নতুন-পুরাতন সকল কবি মিলে আবার সেই সৃষ্টির প্রতিযোগিতায় মেতে উঠলে কেমন হয়?

আমাদের প্রিয় ব্লগার এবং কবি ঘাসফুলও ছিলেন সেই নতুন কবিতা সৃষ্টির জগতে, জনপ্রিয় ব্লগার ও কবি নীল সাধুও সম্ভবত  ছিলেন সেখানে।

 

কবিতা প্রকাশের দিন যে শুক্রবারই হতে হবে তার কোনও কারণ নেই। কবিতার শিরোনাম যে শুধু বার্তায়ই দিতে হবে তারও ধরা বাঁধা নিয়ম নেই। একেক সপ্তাহে একেক কবি তাঁর ব্লগেই শিরোনাম দিতে পারেন। অথবা কি করলে ভাল হয় তা আলোচনায় নির্ধারণ করা যেতে পারে।

 

প্রাণবন্ত হয়ে উঠুক প্রতিদিনের ব্লগিং.........

১ Likes ৪৪ Comments ০ Share ৭০৪ Views

Comments (44)

  • - আল ইমরান

    দেখা যাক কি হয়............

    • - হাছান উদ্দিন রোকন

    - ঘাস ফুল

    আইন মানুষ তার প্রয়োজনে তৈরি করেছে। সুতরাং সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে এর গতিবিধি পরিবর্তিত হতেই পারে এবং পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। 

    • - হাছান উদ্দিন রোকন

      একমত । 

    - লুৎফুর রহমান পাশা

    ভাল লিখেছেন। আপনার সাথে একমত।

    • - হাছান উদ্দিন রোকন

      ধন্যবাদ ।