Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অনুপম শেখর

৬ বছর আগে

নিয়ম এবং প্রহসন

প্রগতির গতির দিক উল্টে দিলে সময় পিছিয়ে যায়।
সভ্যরা আবারও অসভ্য হয়ে ওঠে।
আমরা জানতে পারি কিভাবে অসভ্যরা সভ্যতা সৃষ্টি করেছিল!
আমরা দেখতে পাচ্ছি, কিভাবে সভ্যরা সভ্যতাকে ধ্বংস করছে।
প্রগতির গতির দিক নির্নয় আমি করতে পারিনি।
আমি গণিতে দুর্বল। (যদিও একসময় বেশ দখল ছিল ওতে।)
গণিত হল সাহিত্যের মত । আর এ’দুটোই প্রেমিকার মনের মত দুর্বোধ্য।
(তবে প্রেমিকার মধ্যে একটা মাদকতা আছে।)
সৃষ্টির ইতিহাস নিয়ে চিন্তা করলে মাথা ধরে।
বস্তুুুত মানবজাতির ভবিষ্যৎ অতীতের দিকে যাচ্ছে।
আমরা এগোনোর পাশাপাশি পিছিয়ে যাচ্ছি।
এতে করে নিজের সাথে দুরত্ব বেড়ে যাচ্ছে নিজের।
একদিন আমরা শুরুর আগেকার সময়ে পৌঁছে যাবো।
আবার একই সাথে কেয়ামতেরও পরে অবস্থান করবো আমরা।
আমার ঘড়িটা আমি রেখে যাবো সুবিধাবাদীদের কাছে।
কারন, সুবিধাবাদীরা দু’দিকে গেলেও সবসময়ই মাঝখানে থাকবে।
০ Likes ০ Comments ০ Share ৮৬ Views

Comments (0)

  • - চারু মান্নান

    বাহ দারুন,,,,,,,,,,,,,,কিব,,,,,,,,,,,,,,,,

    • - নদী

      ধন্যবাদ