Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নিষিদ্ধ রাজপথ

 

 

যতদিন তোমরা বদলাবেনা
আমার কলমে আঁকা বিবর্ণ ছবিগুলোর মত
ততদিন আমি ক্লান্তিহীন ঝড়ের মত
আগুন জ্বালাবো বাতাসের গায়ে ।
তোমাদের অদৃশ্য চরিত্র আর পথভ্রষ্ট আদর্শের
প্রতিবাদ আমার কলমের ভাষা;
যদিও আমার কলম ভাঙ্গে
তোমাদের অস্ত্রের মুখে ক্ষমতার দাপটে ।

আমার জীবন নিয়ে জুয়ার টেবিলে
জীবন মরণ খেলতে পারো;
নিমিষেই মুছে দিতে পারো
আমার কলমের কাল কালির দাগ ।
গণতন্ত্রের নিষিদ্ধ রাজপথে
আমাকে অনায়েষে নিষিদ্ধ করতে পারো;
সংবিধানের সংশোধনে কেঁড়ে নিতে পারো
আমার কলমের স্বাধীনতা ;
তোমার সাদা কালো আয়নায় আমাকে গৃহবন্ধী করতে পারো ;
আদালতের কাঠগড়ায় দেশদ্রোহী বিচারের নামে প্রহসনে
ফাঁসির মঞ্চে আমাকে খল নায়ক বানাতে পারো ।

তবে জেনে রেখ যতবার আমাকে ফাঁসি দিবে ;
যতবার আমাকে শশানের কয়লা বানাবে ;
আমি ততবারই জন্ম নিব এই বাংলার,
লাল সবুজ পতাকার নিচে।

তোমার ছুঁড়ে দেওয়া বুলেটে
আমার বুকের তাজা রক্তের কালিতে ;
বুলেটকে কলম বানিয়ে;

বাংলার প্রতিটি ঘরে ঘরে অলিতে গলিতে
রাজপথের প্রতিটি দেয়ালে
প্রজন্ম থেকে প্রজন্মের বিপ্লবী মগজে;

আমি লিখবো-
আমার অধিকারের কথা
আমাদের স্বাধীকারের কথা। 

 

 

 

০ Likes ৩৮ Comments ০ Share ৫১৭ Views

Comments (38)

  • - শহীদুল ইসলাম প্রামানিক

    চমৎকার ছড়া। ধন্যবাদ

    • - বাসুদেব খাস্তগীর

      প্রামানিক ভাই ধন্যবাদ

    - তাহমিদুর রহমান

    • - বাসুদেব খাস্তগীর

    - ইকবাল মাহমুদ ইকু

    • - বাসুদেব খাস্তগীর

      ঠিক বলেছেন মামা

    Load more comments...