Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নিশ্চয় লেখালিখিতে ফিরব (কিছু স্মৃতিচারণ

১। গত পরশু থেকে খুব ইচ্ছে হচ্ছে একটা সায়েন্স ফিকশন লেখার কিন্তু কিছুতেই কলম হাতে নিতে পারলাম না। এমনকি ল্যাপটপে বসে বসে কিছু লিখে রাখব তাও হল না। 
২। একটা সময় ছিল যখন শুধুই ফেসবুকে আর ওয়ার্ড ফাইলে লিখেছি। কলম দিয়ে লেখা ভুলেই গেছিলাম। এরপর আবার কলম দিয়ে লেখা শুরু হল কারণ সব সময় তো ল্যাপটপ কাছে থাকে না। 
৩। ফেসবুক দুনিয়া বন্ধ হয়ে আসল ব্লগ। ফেসবুকে কেউ লিখলে তখন ফেসবুক কবি/লেখক নামে গালি দেয়া হত। তখন ব্লগগুলো ছিল লেখালিখির জমজমাট জায়গা।
৪। এরপর ব্লগ কেন যেন আর আগের মত রইল না। ব্লগেও লেখা বন্ধ হল। লেখালিখি বন্দি হল ডায়েরি কিংবা কাগজের পাতায়। 
৫। এরপর অনেক কয়দিন হল লেখালিখিতেই মনোযোগ দেয়া কম হল। প্রতিদিন তিনটে কবিতা লেখার পরিবর্তে লেখা হল মাসে একটি কিংবা তিন মাসে একটি। 
৬। আমরা প্রতিনিয়ত এখন অনলাইন কবি লেখক জোট করি। এটা করার ফলে আমরা নিজেদেরকেই আরো বিভাজিত করছি।
৭। এত গ্রুপিংয়ের তো প্রয়োজন নেই। লিখলেই হল। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে গ্রুপিং করে, আড্ডা দিয়ে কারো লেখালিখির উন্নতি সাধন হয়েছে? নিশ্চয় নয়।


৩ Likes ১ Comments ০ Share ৪৩২ Views

Comments (1)

  • - টি.আই.সরকার (তৌহিদ)

    কেন বলো বারে বারে সাধতে যাবো

    অবহেলায় উপেক্ষাতে কষ্ট পাবো

    কষ্ট পেয়ে নষ্ট হবো

    দারুণ অভিব্যক্তি ! ভালো লাগলো !

    • - M. A. Kashem

      ধন্যবাদ কবি

      শুভেচ্ছা নেবেন।