Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃ খালিদ উমর

১০ বছর আগে

নির্বাক বসন্ত [মোট ২৫ পর্ব]

কফি শেষ হয়ে গেছে কাপ ধুয়ে রেখে দিল। রাডার দেখে বলল

আচ্ছা এই যে সাদা দাগ দেখা যাচ্ছে এগুলি কি?

ওগুলি জাহাজ বা অন্য কিছু হতে পারে, সে তুমি লক্ষ্য করে দেখবে এই দাগ মুভ করছে কি না, যদি মুভ করে তা হলে বুঝবে এটা জাহাজ, আর যদি মুভ না করে স্থির থাকে তা হলে বুঝবে ওটা সাগরের কোন বয়া বা কোন স্থির কিছু হবে, ওয়েল রিগও হতে পারে, দেখ আমাদের পিছনে এই স্থল ভাগ কেমন দেখাচ্ছে, আর সাগরের পানি কেমন দেখাচ্ছে। এখানে এই যে এই রাডার এটার রেঞ্জ আরও বেশি। এই ইংলিশ চ্যানেলে আমরা এটা চালাই না। এখানে এই ৫০ মাইল রেঞ্জ যথেষ্ট। আর একটু কফি খাবে?

না আর না আপনি খেলে খান আমি বানিয়ে দিই?

না না আমিই বানিয়ে নিচ্ছি

কি শাহিন তুমি খাবে?

না দাদা।

ওকে আজ এই পর্যন্তই, তুমি স্টিয়ারিং করতে পারবে?

চেষ্টা করে দেখি

শাহিন ওকে একটু দাও তো।

শাহিন স্টিয়ারিং হুইল ছেড়ে টুল থেকে নেমে এলো, নিশাত ওখানে বসে স্টিয়ারিং হাতে নিলো।

শাহিন বলে দিল এটা হচ্ছে হেল্মস ইন্ডিকেটর মানে আপনার স্টিয়ারিং সোজা আছে না কোন দিকে ঘুরছে তা বুঝতে পারবেন আর এই হচ্ছে আপনার কম্পাস। দেখেন আমাদের জাহাজের হেড এখন কত ডিগ্রিতে আছে দেখছেন?

হ্যাঁ দেখলাম,

তাহলে ঠিক এই কোর্সে রেখে চালান।

নিশাত স্টিয়ারিং করছে। অরুণ ব্রিজের বাইরে বের হয়ে পিছনে দেখে এসে বলল তোমার স্টিয়ারিং ঠিক হচ্ছে না।

কি ভাবে বুঝলেন?

কি ভাবে বুঝলাম দেখবে এসো আমার সাথে।

ব্রিজের বাইরে এসে পিছনে প্রপেলারের ঘূর্ণির ফলে পানিতে ফেনা উঠেছে সেদিকে দেখিয়ে বলল

দেখ কেমন জিগ জাগ দেখাচ্ছে না? কারেক্ট স্টিয়ারিং হলে এই লাইনটা সোজা হবে। এই দেখে মিটার না দেখে যে কেউ বলতে পারবে স্টিয়ারিং কেমন হচ্ছে। তবে সে যা হোক তুমি যে সাহস করে হাতে নিয়েছ এতেই আমি খুশি, আস্তে আস্তে শিখে নিও।

দাদা ফরিদা কোথায় আছে একটু দেখবেন?

হ্যাঁ দেখছি,

ফরিদাকে ডেকে পেল না।

আমার মনে হয় ওরা ইউরোপে নেই। কেন, ফরিদাকে কেন?

আমার সাথে আমার এক বন্ধু এসেছে ওকে ফরিদায় দিয়েছে তাই জানতে চাচ্ছিলাম ওরা কোথায় আছে

ও আচ্ছা! তোমার বন্ধু কে?

হাবিব!

হাবিব?

আমি আর হাবিব এক সাথে এসেছি, আমরা এক সাথে একই কলেজে পড়া শুনা করেছি এবং আমাদের বাড়িও এক জায়গায়।

ও, তাই নাকি?

[চলবে। এতক্ষণ নিশাতের সাথে নিরুর চায়ের নিমন্ত্রণের অপেক্ষায় থাকুন। ধন্যবাদ]

০ Likes ০ Comments ০ Share ৩৬৩ Views

Comments (0)

  • - মাসুম বাদল

    অসাধারণ লিখেছেন ভাই... 

    • - ওয়াহিদ মামুন

      ধন্যবাদ।

    - সনাতন পাঠক

    সুন্দর লিখেছেন দাদা

    • - ওয়াহিদ মামুন

      অসংখ্য ধন্যবাদ।

    - কেতন শেখ

    ভালো লাগলো ওয়াহিদ ভাই। আরও ভালো লাগলো আপনাকে এখানে পেয়ে।