Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

in কলিসয়াম

১০ বছর আগে

নিজেদের 'অপমানিত' বোধ করবোই!!!

-কি কদম কি লিখিস ?
-কাল যে প্রোগ্রাম 'হবে', তা কেমন 'হলো' তার উপর রিপোর্ট 
-বুঝলাম না , যে প্রোগ্রাম হয়নি তা কেমন হলো তার উপর কিভাবে রিপোর্ট করবি?
-চাচাজী আগে একটা সময় ছিল যখন আমরা হরতাল এর পরদিন নেতা নেত্রীদের ভাষণ প্রেডিক্ট করতে পারতাম।যেমন , হরতালের পক্ষের নেতা বলতেন জনগণ স্বতস্ফুর্ত ভাবে হরতাল পালন করেছে আর বিপক্ষের নেতারা বলতেন জনগণ কঠোর হাতে হরতাল পরিহার করেছে। আজকাল অনেক কিছুই প্রেডিক্ট করা যায়। ধরেন কাল পাকিস্তান খেলবে বাংলাদেশে , সাথে সাথেই রিপোর্ট আসবে 'গ্যালারীতে বসা এরা কারা , এদেরকে কোথায় পাঠিয়ে দেওয়া যায়'। অথবা ইন্ডিয়ার কেউ 
গাইতে এলো, সাথে সাথেই আমাদের জাতীয় চেতনা চেতে উঠবে। আমাদের দেশ কে অপমান করা হয়েছে, আমাদের শিল্পীদের অবমাননা করা হয়েছে ! সহজেই আমাদের চেতনার মশালে আগুন জ্বালিয়ে দেয়া যায়। জোর করে হলেও নিজেকে অপমানিত বোধ করতে হবে ! অথচ নিজে কিনে কবে গান শুনেছেন তাই ভুলে গেছেন ! তখন আর শিল্পীদের ক্ষতি করা হয়না। মাইলস , পাইলস নিয়ে বসে ছিল প্রোগ্রাম করার জন্য, কিন্তু না করতে পেরে বাচ্চুর গুষ্টি উদ্বার করছে ? এত এলিট ব্যান্ড এর কেউ কিভাবে এত বাজে কমেন্ট করেন ? how ? তাই চাচাজি, আগের থেকেই প্রোগ্রাম না দেখেও সমালোচনার একটা ফিরিস্তি লিখে ফেলা যায়। সবাই সেন্টু , সবাই ভারতের কাছে দেশ বিক্রীর দাম হিসেব করা শুরু করে দিয়েছে। কেউ হালি হিসেবে, কেউ কেজি হিসেবে। তবে হিসেব করার সময় ডিশের এন্টেনা কিন্তু পশ্চিম দিখেই ঘুরানো থাকে । 
আগে নেতা নেত্রীদের ভাষণ ছিল predictable , 'বৃষ্টি যেখানেই হউক না কেন , দেশ উন্নয়নের জোয়ারে ভাসবেই ' । ঠিক তেমন ভাবেই যেকোনো আন্তর্জাতিক প্রোগ্রাম দেশে হলেই আমরা নিজেদের 'অপমানিত' বোধ করবোই অথবা আমরা ক্রুদ্ধ হব and that is also predictable ।

- বক বক না করে দেখা কি লিখলি ?
- না তেমন কিছুনা , শুধু চন্দ্রবিন্ধুর একটা গান দিয়ে শুরু করলাম রিপোর্ট লিখা  , 
''..জন্ম থেকে সেন্টু খেয়ে শহীদ শহীদ ভঙ্গী ,
এই গুলির আগে সারেন্ডার আর প্রেমের আগে লেঙ্গি ''

০ Likes ০ Comments ০ Share ৪৭১ Views

Comments (0)

  • - পিয়ালী দত্ত

    ভাল লাগা রইল...

    • - চারু মান্নান

      ধন্যবাদ এই বসন্তে ভাল থাকুন,,,,,,,,

    - আলমগীর সরকার লিটন

    চারু দা

    ভাল লাগল একাত্তরের তালপুকুর কথা

    • - চারু মান্নান

      ধন্যবাদ এই বসন্তে ভাল থাকুন,,,,,,,,

    • Load more relies...
    - গোলাম মোস্তফা

    সালাম কবি সালাম 

    • - চারু মান্নান

      ধন্যবাদ এই বসন্তে ভাল থাকুন,,,,,,,,

    Load more comments...