Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চারু মান্নান

৭ বছর আগে

নিঃস্বার বৈভবে গেঁথে আছে আজও

নিঃস্বার বৈভবে গেঁথে আছে আজও 

পুরাতন আকাশ আজকের আকাশের মতো নয় 
তবুও ফেলে আসা আকাশই যেন ছিল বেশ; 
ফেলে আসা কবিতা 
আঙ্গিক ধরে রাখে বলেই। 

কাদায় দাগ, পদযুগলের ছাপ মৃত্তিকা শরীরে যানান দেয় 
যা এখন চৌচির রুক্ষ মাটির ভষ্ম সাজে; 
শুধু মেঘের জলের অপেক্ষা 
খেই হারিয়ে ফেলে ইতিহাস। 

সেই তো পুরানো ভালোবাসা ঋতুবদলের যৌবনে 
ফিরে আসে না বার বার জোয়ার ভাটার মগ্নতায়ও না; 
পূর্নিমা অমাবস্যাও ফিরে না 
সেই পুরাতন অগোছালো প্রত্যয়ে। 

কথা দিয়েছিল, সে বদলাবে না কখনও 
তাইতো আজও অকাট্য শিলালিপির গায়ে নয়; 
মন পিন্জরে মগ্নতায় ডুবে 
নিঃস্বার বৈভবে গেঁথে আছে আজও। 

১৪২৩/১৯, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।
০ Likes ১ Comments ০ Share ৩০৯ Views