Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এম রহমান

১০ বছর আগে

নারী দিবসের ভিন্ন ধর্মী লেখা

যে দেশে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সাধারন নির্বাচনের পরিবর্তে চাটুকারিতা আর দলীয় আনুগত্যের ভিত্তিতে নারীরা মনোনীত হয়ে সাংসদ পদ গ্রহনে লজ্জিত হননা।

যে দেশে
বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতটি নারী শ্রমিকের শ্রমে পুষ্ট হলেও রাষ্ট্র একতরফা ভাবে মালিকের পক্ষ হয়ে শ্রমিক শোষনকে বৈধতা দেয়।

যে দেশে
নারীরা যে কোনো মূল্যে টিভির রিমোট নিজের দখলে রেখে এবাদতের মত হিন্দি ও বাংলা চ্যানেলের সিরিয়াল দেখা এবং তা অনুসরন করাকে ফরজ মনে করেন

যে দেশে
মহা ক্ষমতাধর তিন নারী নিজেদের প্রভাব ও কূটচাল বাস্তবায়নে তাদের তুলনায় অযোগ্য এক পুরুষকে নিয়ে নির্মম কৌতুকে মেতে উঠেন

সে দেশে
নারীর অধিকার, সমাধিকার, নারী স্বাধীনতা এবং নারীর যথাযথ ও প্রকৃত সংঘা নির্ধারন না করে উচ্ছাস উদ্দিপনায় নারী দিবস পালন শুধু হাস্যকর নয় অশ্লিলও বটে।

 

লিখেছেন ব্লগার ও অনলাইন এক্টিভিস্টঃ আবু সাইদ আহমেদ

০ Likes ১ Comments ০ Share ৭০৩ Views

Comments (1)

  • - আলমগীর সরকার লিটন

    বা কবিতা পড়ে মজা পেলাম

    - কামাল উদ্দিন

    তাহলে তো জ্যাম আপনার জন্য ভালোই ফল দায়ক হয়েছে

     

    - কামাল উদ্দিন