Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

না দেয়া চিঠি - ১

না দেয়া চিঠি -১

অনিন্দিতা,

তুমি কী কখনো আকাশের গা থেকে নিঃশব্দে খসে পড়ে এক অভিমানী তারা দেখেছো? সেই তারা রাতের আঁধারে হারিয়ে যায় কোন এক অজানা দিগন্তে। আমিও ঠিক এমনি করেই একদিন হারিয়ে যাবো, পৃথিবীর কোন এক প্রান্তে কিংবা অন্য কোথাও। মিশে যাবো পথের ধূলোয় কিংবা অন্য কোন লোকালয়ে। অবহেলা আর অনাদরে বেড়ে ওঠা এই মাটির দেহ একদিন মাটিতেই মিশে যাবে। যদি কিছু স্মৃতি রয়ে যায় তবে মনে করো সবই মূল্যহীন কিছু সঞ্চয় তোমার ঐ বিশাল হৃদয়ে।

আমার কথা ভেবোনা। তোমাকে ভুলে থাকার প্রবল বাসনা নিয়ে ঘুমিয়ে রবো নক্ষত্রের আলোহীন এক অন্ধকার গুহায়। সেই গুহার দেয়ালজুড়ে থাকবে নীলাভ রক্তের আঁচড়, রক্তে আঁকা কিছু কষ্টের ছবি। বিরহের প্রতিটি প্রহর কাটাবো নান্দনিক যাতনায়। হৃদয়ে বেড়ে ওঠা অনাবিল ভালবাসার কালচে ক্ষতগুলো ছড়িয়ে দেবো নির্জীব অমসৃণ শক্ত উঠোনে। কেউ জানবেনা তুমি আমার বন্ধু ছিলে। কী ভীষণ ভালবাসতাম তোমাকে! তোমার গায়ে একরত্তি লাল পিঁপড়েও আমার সহ্য হতোনা। আমি নির্মম উল্লাসে তাদের পিষে মেরেছি প্রচন্ড আক্রোশে। অথচ সেই নিরীহ জীবগুলো তোমাকে এতোটুকু বিষের জ্বালা দেয়নি কখনো। বিষের কী জ্বালা! সেটা তুমিই আমাকে বুঝতে শেখালে। এক অন্ধকার গুহায় গুটিয়ে থাকা নিজের অস্তিত্বে এমন হাজারো বিষ পিঁপড়ার দংশন আমি টের পেয়েছি প্রতিনিয়ত।

আচ্ছা, আমরা দুজন কী দুজনকে বুঝতাম? কাছে কাছে থেকেও আমরা কেমন দূরে দূরে ছিলাম। কেউ কাউকে কখনো প্রশ্ন করিনি। কেউ কখনো কোন অঙ্গীকার করিনি, কেউ কখনো ভালবাসার কথা বলিনি। এভাবেই সারাজীবন কাছে কাছেই থাকবো সেটাই ধারণা ছিল। পরে বুঝেছিলাম আমরা আসলে কেউ কারও নই। আমাদের মন কখনো একসূত্রে গাঁথা হয়ে ওঠেনি। সময়ের স্রোতে আমরা ছিলাম বহমান খড়কুটো মাত্র। নিশ্চিন্তে ভাসবো জীবনের উত্তাল তরঙ্গে এমনটাই ভাবতাম দুজনে। কথায় কথায় কেটে যাবে সুন্দর অসংখ্য মুহূর্ত, হাজারো বিকেল। কিংবা কাটিয়ে দেবো ফুল ফোটানো অজস্র প্রহর। নির্ঘুম রাতকে করে তুলবো স্বপ্নময় বাসর। 

বিশ্বস্ত বন্ধুর মতোই আমরা ছিলাম- কাছাকাছি, পাশাপাশি। বিশ্বাসটাও হয়তো এমনই ছিল। তাই হয়তো সময়ের স্রোতে কখনো কাছে থেকে দূরে, আবার কখনো দূরে থেকে কাছে আসবো। ফিরে ফিরে দেখা হবে- চিরতরে কখনোই কেউ হারিয়ে যাবোনা। প্রবল ঘূর্ণিপাকে তলিয়ে যাবোনা সময়ের অতল গহীনে। বন্ধুত্বেকে ছাপিয়ে একদিন হয়তো অদৃশ্য কোন এক ভালবাসার চরে আটকে যাব। হৃদয়ের মাটিতে ভাললাগার বীজগুলো ধীরে ধীরে অঙ্কুরিত হবে। এমন নীরব বাসনা নিয়েই প্রবল জোয়ারকে উপেক্ষা করে আঁকড়ে ছিলাম তোমার সবুজ মন। মাটির পৃথিবীতে গড়ে ওঠা সভ্যতার ঠাস বুনোট জনপদে জন্ম নেবে নতুন প্রজন্মের কোন ভালবাসা। সেই আশায় ডুব সাঁতারে বার বার ফিরে এসেছি তোমার বিশ্বস্ত মোহনায়। অথচ বেহিসেবী ভাটির টানে আমরা দুজনেই ক্রমাগত মোহনা থেকে দূরে, আরও দূরে সরে গেছি- বিলীন হয়ে গেছি গভীর সাগরে। অবিশ্বাস আর গ্লানির শৈবাল সাগর দুজনকে ক্রমশঃ গ্রাস করেছে অবলীলায়। দুজনেই আটকে গেছি সময়ের এক বিপর্যস্ত বলয়ে। আকাশের নক্ষত্রগুলো আজো খসে খসে পড়ে। আমি দেখতে পাই। তুমিও কি পাও?

আনন্দ

০ Likes ১০ Comments ০ Share ৫৫১ Views

Comments (10)

  • - নীল সাধু

    শুভেচ্ছা

    ভালো লেগেছে স্বপ্ন বেচার কথা

    • - মোকসেদুল ইসলাম

      খুশি হলাম নীল’দা। ভাল থাকবেন সতত

    - ইসমাইল হোসেন

    ভাল লেগেছে

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ

    - লুৎফুর রহমান পাশা

    আমি স্বপ্নের ফেরিওয়ালা

    দিন রাত স্বপ্ন বেচি আমি স্বপ্নের ফেরিওয়ালা

    লাল নীল সবুজ স্বপ্ন

    পাখি হয়ে উড়ার স্বপ্ন

     

    কেউ কি আছো স্বপ্ন নিবে স্বপ্ন।

    • - মোকসেদুল ইসলাম

      কেউ কি আছো স্বপ্ন নিবে স্বপ্ন।

      পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ পাশা ভাই

    Load more comments...