Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নভেম্বর ব্ল্যাক আউট ...!!!

সারাদিন কারেন্ট না থাকার পর... রাত পৌনে বারো টায় কারেন্ট যখন আসলো...

আনন্দে চারিদিকে চিৎকার...!! খুশিতে আত্মহারা... এলাকার ভাইয়েরা মিছিল শুরু করে দিলো... একজন তো মিছিলের স্লোগান ঠিক করতে না পেরে "জয় বাংলা" চিৎকার দিয়ে উঠছে ...!!! emoticons

 

এলাকার বড় ভাই "বিদ্যুৎ ভাই" দরজা খুলে উকি দিতেই আনন্দিত মানুষজন উনাকে 'কোলে করে' বাইরে নিয়ে আসলো...! কারেন্ট তো আর ধরা যায় না...! তাই ... "বিদ্যুৎ ভাই" কেই ওরা মাথায় তুলে মিছিল করতে লাগছে...!!!

 

emoticons

কে যেন অতি উৎসাহে ''লিকলিকে'' গড়নের "বিদ্যুৎ-ভাই" কে শূন্যে ভাসিয়ে আর ধরতে পারলো না...। মাটিতে পড়ে যাবার সময়... ডান কোমরে হাল্কা 'মটমট' করে শব্দ হল...! ততক্ষণে বিদ্যুৎ ভাই এর "মাগো... ও মাগো... " বলে চিৎকার করায়
মিছিল ওখানেই শেষ...।।     emoticons

সবাই তাকে 'চ্যাংদোলা' করে নিয়ে বাসায় বিছানায় 'উপুথ করে' শোয়ায় দিয়ে আসছে...
সকালে উনাকে বাসার সামনে সারা মুখে পেস্ট নিয়ে দাঁত ব্রাশ দেখা গেছে ...!

((যদিও বাম সাইডে একটা দেয়ালের উপর ঠেশ দেয়া অবস্থায়...।। ))
কিন্তু উনার হাসি দেখলে মনে হবে কাল রাতে যেন কিছুই হয় নি ...! emoticons

প্রচণ্ড বেলাইনে কিউট জাতি আমরা... ...
কাল সারাদিন এতো বড় দুর্যোগ গেলো..!. অথচ সকালে উঠেই বেমালুম ভুলে গেলাম...! আশেপাশের সবার কথা শুনে মনে হচ্ছে... "১২ ঘণ্টা সারাদেশে কারেন্ট থাকবেনা এটাই স্বাভাবিক...।।"

আমি গ্রামের বাড়িতে ফোন দিছিলাম... চাচা কইলো...
-- বাবা রে..."" আমাদের এহানে কারেন্ট খুব বেশি থাহেনা... তাই কারেন্ট কহনও যায় না বরং কারেন্ট আসে...! আইজকা কারেন্ট আসতে একটু বেশি দেরি করসে... এই যা...!!! "" emoticons

"সারাদেশ অন্ধকারে ডুবলো কেন" তার জবাবদিহি তো দুরের কথা বরং কেউ নিজেদের অপারগতা স্বীকার করতে একচুল রাজি নয়...!!!
সত্যি আমরা অনেক কিউট একটা জাতি... সরলমনা এই কিউটনেস কতদিন থাকে সেইটাই বড় কথা... ।।

কিন্তু ... কোন এক দিন হয়তো ঐ "বিদ্যুৎ-ভাই" নিজেই ভাঙ্গা কোমর নিয়ে লাঠিসহ ল্যাংচাতে ল্যাংচাতে রাস্তায় নেমে পড়ে জবাব চাইলো... কে জানে...! সাবধান ।। 

 

(১লা নভেম্বর এর মত  যেন  আর  কোন  দিন  এরকম সারাদেশে বিদ্যুৎ চলে  যাওয়ার ঘটনা না  ঘটে... এবং  এর সুষ্ঠু তদন্ত ও সমাধান আমরা দেখতে  চাই ।। ) 

০ Likes ২ Comments ০ Share ৬৭৩ Views