Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নক্ষত্র ব্লগে কিভাবে সাইন আপ এবং লেখালিখি করবেন



১। সর্বডানে দেখুন লেখা আছে "নিবন্ধন করুন"। সেখানে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ক্লিক করুন।



২। ক্লিক করার পরেই উপরের পেজটির মত একটি ফরম পাবেন। ঠিকমত সব পূরণ করুন। নীতিমালায় টিক চিহ্ন দিন। এরপর "প্ররণ" বাটনে ক্লিক করুন। আপনার ইমেইলে তৎক্ষণাৎ একটি মেইল চলে যাবে। মেইলটি হবে নিচের মত। 




৩। এবার যথাযথ জায়গায় ক্লিক করে নক্ষত্র পোর্টালে আপনার এ্যাকাউন্ট এ্যাকটিভেট করুন। মনে রাখবেন এই এ্যাকাউন্ট দিয়েই নক্ষত্র পোর্টালের সমস্ত সার্ভিস ব্যবহার করা যায়। 

৪। এ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করার পর সাইটে প্রবেশ করুন। এরপর নিচের ছবিটি খেয়ার করুন।



৫। হাতের বামপাশে "আঙিনা" তে ক্লিক করলেই আপনাকে ব্লগে লেখার জন্য এডিটর মডিউল দেখতে পাবেন। ব্লগ শিরোনাম, ছবি এবং বিভাগ সিলেক্ট করে আপনিও লিখতে পারেন নক্ষত্র ব্লগে সহজেই। 

 

শুভ ব্লগিং 

০ Likes ০ Comments ০ Share ৫৮৫ Views

Comments (0)

  • - জাকির পোয়েট্রি রায়হান

    যৌতুক নিয়ে সমস্যা!

    - লুৎফুর রহমান পাশা

    ছেলের যদি ফ্লাট থাকেই তাইলে মেয়ের বাপের থাকার কি দরকার। ছেলে কি বিয়ের পর ঘরজামাই থাকবে?

    - আজমিরা হোসেন মেঘান

    সামাজিক ব্যাধি। আর এই সামাজিক ব্যাধি এখন বিষ ফোঁড়ায় রূপান্তরিত হয়েছে! যায় ও না, ভালো ও হয় না!!!

    Load more comments...