Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

দ্বিখণ্ডিত অমানুষ

আমার একটা চোখ তোমায় দ্যাখে
আর অন্য চোখে বিষ মাখে।
আমার এক শরীর তোমার ছোঁয়ায়
অন্য শরীর পুড়ছে ধোঁয়ায়-----
আমার রাস্তা চোরাগলি, সব এলোমেলো জাল-
আমি দিবাস্বপ্নে বিভোর, আমার সবসময় অকাল।
আমার একহাত টানছ তুমি স্বপ্নের সীমানায়,
আর অন্য হাতে জীবন, ধ্বংসের অপেক্ষায়।

তোমার চোখেই আকাশ,আকাশ আমার নেই;
আমি অন্ধকারের মানুষ,থাকি অন্ধকার ঘরেই---
আমার চোখে শহর ঝাপসা, বুকে ঘামের বৃষ্টি-
আমি নিথর তোমায় পেলে, নইলে অনাসৃষ্টি।

আমার পায়ের নিচে মাটি নেই, গলানো ইস্পাত-
কেবল তুমি ছাড়া সবাই দিচ্ছে অপবাদ---
আমার সমাজ বলছে ভ্রষ্ট, জলজ্যান্ত অমানুষ-
তাই ঘুমিয়ে চলছে জীবন, কেন ফেরাও আবার হুস?
১ Likes ৭ Comments ০ Share ৫৪৩ Views

Comments (7)

  • - জাকিয়া জেসমিন যূথী

    খুব ভালো লিখেছেন। 

    ঈদের শুভেচ্ছা রইলো। পরিবার পরিজন নিয়ে সুন্দর ঈদ কাটুক। 

    • - শাহ আলম বাদশা

      ধন্যবাদ ভাল্লাগায়। ঈদে ডাকলেন না? আমার বাসদায় দাওয়াত থাকলো 

    - বাপ্পী আহমেদ

    ালো লাগলো লেখাটা। অনেক কিছু শিখলাম।

    • - শাহ আলম বাদশা

      অনেক ধন্যবাদ 

    - মাইদুল আলম সিদ্দিকী

    ঈদ মোবারক। ভালো লিখেছেন শ্রদ্ধাভাজন