Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফায়েজ মাহ্‌দী

১০ বছর আগে

দুষ্ট-মিষ্টি ভালোবাসা

ইশশ...উফফ...
-দেখে চলতে পারেন না, চোখ কি হাতে নিয়ে ঘুরেন?
-ওমা ! আমি কী করলাম? আপনিই তো সাপের মতো ফোঁস করে এসে আমার ওপর পড়লেন।
-ওইটা সাপের মতো ছিল না, পাখির মতো ছিল।
-এমন ডানাকাটা পাখি তো জীবনে দেখিনি।

আরাফের এমন উদ্ভট কথা শুনে ফিক করে হেসে ফেলে অহনা।

-আচ্ছা ঠিক আছে ওটা ডানাকাটা পাখির মতোই ছিল, এবার খুশি?
-হ্যাঁ খুব খুশি। হি...হি...
-(মৃদু হেসে অহনা) আপনি কি এই ভার্সিটিতেই পড়েন?
-হুম? কেন আমাকে দেখে কি এই ভার্সিটিতে পড়ি বলে মনে হয় না?
-না। মনে হয় আপনি এখানকার লেকচারার।

আবার হাসে অহনা।

-এত হাসির কি আছে আমি তো বুঝলাম না। আমি যাই আমার একটা ক্লাশ আছে।
-আপনিতো খুব খারাপ মানুষ, একটা সুন্দরী মেয়ে আপনার সাথে কথা বলছে আর আপনি তাকে ইগ্নোর করে চলে যেতে চাইছেন।
-ও আচ্ছা আপনি সুন্দরী নাকি ! খেয়াল করিনিতো।
-তা করবেন কেমনে? ইয়া বিশাল একটা চশমা কি আর শুধু শুধু লাগিয়েছেন।
-আচ্ছা আপনাকে আমি চিনি না জানি না তবুও আপনি আমার সাথে যেচে ঝগড়া করছেন।
-চিনি না, চিনে ফেলব। আমি অহনা, এই সেমিস্টারে সাইকোলজিতে ভর্তি হয়েছি।
-ও তাইতো বলি ঝামেলাটা কেন হচ্ছে। (খোঁচা মেরে কথাগুলো বলে আরাফ)
-মানে আপনি কী বলতে চাচ্ছেন ঠিক করে বলেন তো।
-না, কিছু না। আমি যাই।
-আপনিতো দেখি ভারি ফাজিল, আমার পরিচয়টা জেনে নিলেন অথচ আপনারটা বললেন না।
-আমার পরিচয় জেনে আপনি কী করবেন?
-কাজ আছে। আপনাকে আমার খুবই পছন্দ হয়েছে, আর ভার্সিটিতে আপনার সাথেই আমার ফার্স্ট কথা।
-ও, আমার আপনাকে পছন্দ হয়নি
(ডাহা একটা মিথ্যা বল্ল আরাফ, ওর কাছে অহনাকে পরীর মতো মনে হচ্ছে, কিন্তু নিজের ইগোর জন্য অদ্ভুত আচরণ করছে।)
-আমি কি বলেছি আমাকে আপনার পছন্দ হতে হবে? আপনি মিয়া বেশি কথা বলেন। আর আমাকে আপনার পছন্দ হয়নি এত বড় মিথ্যা বলা আপনার উচিত হয়নি।
-আমি মিথ্যা বলছি?
-অবশই মিথ্যা বলছেন, মিথ্যুক কোথাকার।
-মিথ্যুকটা সিলেটের

আর হাসি চেপে রাখে না আরাফ। দু'জনই হো হো করে হেসে ওঠে।

১ Likes ৩ Comments ০ Share ২৪৬৪ Views

Comments (3)

  • - রোদেলা

    আমি কঠিন কবিতা বুঝিনা।তরজমা করেন

    • - চারু মান্নান

      কবিকে ধন্যবাদ,,,,

    - মিশু মিলন

    কবিতায় ভাললাগা মান্নান ভাই।

    শুভকামনা।

    • - চারু মান্নান

      কবিকে ধন্যবাদ,,,,

    - মাসুম বাদল

    দারুণ লিখেছেন !!! 

    • - চারু মান্নান

      কবিকে ধন্যবাদ,,,,

    Load more comments...