Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

দু'টি কবিতা

 

সার্থক 

 

 

সার্থক ভাবনা আসে কোথা হতে?

 

একটা বৃক্ষ শীতে ন্যাড়া হতে চাচ্ছে,

এমন বৃক্ষওতো আমরা চোখে দেখি।

 

অপর বৃক্ষকে ছাতা ভাবা যায় অনায়াসে

এবং, ভাবনা বলে কী যে, ছাতাই ভাল!

 

অনেকে সার্থক হচ্ছে মরে গিয়ে, তারা

মারা যাচ্ছে যে-

এই বোধ তাদের মারা যাচ্ছে না?

বৃষ্টি কাউকে ছুঁয়ে দিচ্ছে, কাউকে একদমে পারছে না;

তখন, জোর বৃষ্টি।

 

সার্থক ভাবনা এসবের থেকে আসে ভেবে ভেবে, না!

....    ....   ..... 

 

 

কতিপয় দীপাবলি

 

অমোচনযোগ্য কালিতে দীপ লেখা হোক।

 

দীপ

দীপ দীপ

দীপ দীপ দীপ

 

তারা সব অমোচনযোগ্য দীপ হলো তবে,

রাজ্যভর্তি রাজপোকা সব...

 

তারা ওড়ে,

তারা আলো আলো ওড়ে

কতিপয় অগননযোগ্য আলো ওড়ে

অমোচনযোগ্য আলোতে লিখা আলো সব।

 

নিশিপোশাকে বেরুলে নিশিপত্রে পা্‌ই এই

সব সুলিখিত দীপ-দীপ নিশির সংবাদ|

০ Likes ১৫ Comments ০ Share ৫৮৮ Views

Comments (15)

  • - নীল সাধু

    বাহ! অল্প কথায় চমৎকার কাব্য!

     

     

    ভালো থাকুন কবি।

    - লুব্ধক রয়

    সুন্দর কবিতা। ধন্যবাদ। 

    - জিয়াউল হক

    ‌''আমি ছুয়েছি বলেই তোমার হাতে পদ্ম ফোটে'' দারুন !

    Load more comments...