Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মুন জারিন আলম

৯ বছর আগে

দুইজন অমরাবতীর গল্প ( বৈজ্ঞানিক কল্পকাহিনী)

ত্রিনিদ এখন অনেক বেশি ভক্ত হয়ে গিয়েছে এই যন্ত্রমানব নিরাপত্তাকর্মী প্লীহার। প্লীহা কে দেখলে সে হাউ ডি বলে ফলো করা শুরু করে। প্লীহা হেসে দেয় তার যান্ত্রিক ভয়েস এ। এই মানব শিশু টিকে তার নিজের ও মানব হতে ইচ্ছে করে।

ম্যাম তোমার তো দেখছি ছেলেকে দেওয়ার মত সময় নাই, তোমার ছেলে ও আমাকে লাইক করছে আর আমার বেশ ভালো লাগছে তো আমাকে দিয়ে দাও। আমি তাকে প্রোপার নলেজ এ বড় করব শিউর। বলল সে হেসে।

তুমি নিলে আপত্তি কি বলল নীরা হেসে তোমার মত টেক কেয়ার আমি ও তো করতে পারিনা।

তোমাদের গ্রহ কি ঠিক হয়েছে প্লীহা আন্তরিকভাবে ভাবে জিজ্ঞাসা করে নীরা। ত্রিনিদাদ এর মৃত্যুর পর এই প্রথম কারো সাথে সহজ স্বাভাবিক ভাবে কথা বলছে।

ভাবছি ইউরেনাস এর বামে আরেকটা নুতুন গ্রহ র সন্ধান পাওয়া গিয়েছে ওটাও হতে পারে বা বুধ এ যেতে পারি। তবে সবাই মিলে যাওয়ার আগে আমি আর মহামান্য আয়াবর দেখে এসব এই গ্রহের সবকিছু আমাদের বডি টেম্পারেচার এর সাথে এডজাস্ট হবে কিনা বা মাধ্যাকর্ষণ শক্তি র বলয় কিরকম সব দেখে শুনে আসতে হবে। ততদিন পর্যন্ত তোমাদের সাথে থাকব ম্যাম তোমরা যদি এলাও কর।

এলাও করার কি আছে এই মহাকাশ যান এখন তোমাদের প্লীহা। আমি ও তোমাদের সঙ্গে চলে যেতে চাই। বলল নীরা আব্দারের সুরে।

বল কি ওই গ্রহের আবহাওয়া তোমার শরীর এক্সেপ্ট করবেনা। বলল প্লীহা বুঝানোর ভঙ্গিতে

আমি তোমাদের মতই যান্ত্রিক। এতক্ষণে নীরা আসল কথা বলল প্লীহাকে।

বল কি তুমি এত মানবিক এত সুন্দর প্লীহা বলল মুঘ্ধতার সুরে।

নীরা খুশিতে লজ্জায় মাথা নত করে।

না আমি কি সুন্দর মানুষ বেশি সুন্দর দেখনা মিস এথেনা কি সুন্দর বলল সে লজ্জা মাখা গলায়।

সবার চেয়ে তুমি বেশি সুন্দর মিস নীরা। তুমি না বললে আমি তো তোমাকে মানুষ মনে করছিলাম।

প্লীহার চোখ চকচক করছে খুশিতে এই অপূর্ব মানবী তাদের মতই একজন যন্ত্রমানবী। এটা ভাবা যায় এত সুন্দর। আর এই শিশুটি কি অপূর্ব।
------------------------------------------------

২ Likes ৫ Comments ০ Share ৩৮৭ Views