Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মুন জারিন আলম

১০ বছর আগে

দুইজন অমরাবতীর গল্প (বিজ্ঞান কল্পকাহিনী )

চতুর্থপর্ব

ইরা ল্যাব এর সপ্তম প্রকোষ্ঠ তরুণ বিজ্ঞানী জেরমিক্স এর রুম এ ঢুকতে গিয়ে থমকে দাড়ায়।

জেরমিক্স হাত পা ছাড়িয়ে অচেতনের মত ঘুমাচ্ছে । 

তার মাথা চেয়ার থেকে ঝুলে আছে হাতে ধরা আছে পেন্টোপ ছোট্ট একটা পেন এর মত দেখতে একটা  ডিভাইস যার মধ্যে প্রতিদিন ই তারকাজের শেষের অংশ ষ্টোর করে রাখে ব্যাক আপ হিসাবে এবং এটা সে পরের দিন সে মেগা ৫০০ inch এর বিশাল প্রজেক্টর কম্পিউটার  এ ধারণ করে । 

জেরমিক্স এর জন্য  কফি বানিয়ে নিয়ে এসেছিল সে। একই সঙ্গেসে এথেনা ও জেরমিক্স  দুইজনের সহকারী হিসাবে কাজ করে ।

এই দুই টি কম্পিউটার তার  সম্প্রতি বানানো খুব সহায়ক ডিভাইস  হিসাবে বিবেচিত। 

ইরার   দক্ষ ও নির্ভুল কাজের জন্য সে এথেনা ও জেরমিক্স এর  দুজনের পছন্দের রোবট । 

জেরমিক্স কে  ঘুমাতে দেখে  সে সন্তর্পনে বের হয়ে যেতে নিচ্ছিলো কি মনে করে সে আবার ফিরে এলো। 

জেরমিক্স যে  চেয়ার টা তে ঘুমাচ্ছে সেটা একধরনের চেয়ার কাম  বেড ।

চেয়ার এর নিচে বাটন ঘোরাতে ঘোরাতে এটা কে বেড এর শেপ এ আনলো । 

জেরমিক্স একেবারে অচেতন এর মত ই ঘুমাচ্ছে হাতের পেন্টোপ টা সে এমন ভাবে ধরে আছে যেন কাউকে সে কিছু বুঝাচ্ছে । 

ইরা খুব সন্তর্পনে এটা জেরমিক্স এর হাত থেকে নিতে সে খুব শক্ত করে ধরে রাখল পেন্টোপ তা যেন সারা পৃথিবীর বিনিময়ে সে এটা হাত থেকে ছাড়বেনা ।

ইরা অগত্যা পেন্টোপ ছাড়া উঠতে যাবে এদিকে ফিরে জেরমিক্স তাকে বিকট ভাবে আকড়ে ধরল ।

জেরমিক্স এর প্রবল পুরুষ দেহের শক্তিশালী টান এ ইরা ভারসাম্য বজায় রাখতে পারলনা আপন দেহের সে হুমড়ি খেয়ে পড়ল জেরমিক্স এর বুকে । 

জেরমিক্স খুব নিশ্চিন্ত ভাবে শিশু যেমন ভাবে মায়ের বুকে মুখ ঢুকিয়ে সেভাবে ইরা র বুকে মুখ রেখে আবার ঘুমাতে শুরু নিশ্চিন্ত মনে । 

ইরা র অস্বস্তির সীমা রইলো না। সে কি করবে বুঝে উঠতে পারছেনা। পুরা জিনিস টা হচ্ছে জেরমিক্স এর ঘুমের ঘোরে তার নিজের ই অজান্তে ।

যে কেউ দেখলেভাববে তারা এক বিছানায় পরস্পরকে জড়িয়ে ঘুমাচ্ছে। 

দুইবার উঠার চেষ্টা করে ইরা ব্যর্থ হলো আর কিছু করার নাই ।

জেরমিক্স এর ঘুম ভাঙ্গাতে হবে ।তাকে এই রুম থেকে বের হতে হবে এথেনা ম্যাম কে কফি দিয়ে আসতে হবে । 

সে ঠেলে জেরমিক্স এর বন্ধন থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে যাবে তখনি জেরমিক্স উঠে বসলো । 

ইরা তুমি এখানে আমার বিছানায় জেরমিক্স অভিভূতের গলায় বলল। 

স্যার আপনি ঘুমের মধ্যে ইরা তার কথা শেষ করতে পারলনা লজ্জায় । 

জেরমিক্স লজ্জা পেয়ে গেল সে বুঝলো কি হয়েছে । 

সে উঠে ইরা কে উঠতে সাহায্য করলো তারপর লজ্জার ভঙ্গিতে বলল। 

সত্যি আমি অনেক টায়ার্ড ছিলাম একেবারে মৃত মানুষের মত ঘুমিয়েছি। 

তুমি কিছু মনে কর নি তো ? বলল জেরমিক্স ভদ্র গলায়

পুরা গ্যালাক্সি তে সে তার ভদ্রতা আর ব্যবহার এর জন্য সবার প্রিয় পাত্র । 

ইরা অস্বস্তি ভরে মাথা নাড়ল । 

সে মনে করেনি বললে মিথ্যে বলা হবে বেশ কিছুক্ষণ লাগলো তার স্বাভাবিক হতে।

সে বুঝতে পারছেনা তার সারা শরীর এভাবে কাপছে কেন ? তার মনে হচ্ছে এই কাজ জেরমিক্স যদি  আবার তার সাথে করে তার খারাপ লাগবেনা বরং ভালো লাগবে।

(পরবর্তীতে)

০ Likes ৪ Comments ০ Share ৩৮৪ Views

Comments (4)

  • - মুন জারিন আলম

    রবীন্দ্রনাথ কে নিয়ে লেখা অনবদ্য পোষ্ট টির জন্য ধন্যবাদ।শুভকামনা রইল।