Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

দিলওয়ালে জমিদার

ইশ! ভ্রমণটা যদি আরেকটু দীর্ঘায়িত হতো
ছয় ঘন্টার আসা-যাওয়ায়
তোমাকে একান্ত করে পাবার অনুভূতি
বিধাতাও অপারগ হয়ে যাবেন প্রকাশে
আমি ভুলবো না তোমার এই প্রতিদান।

বিআরটিসির ডাবল ডেকারে
দোতলায় বসেছিলাম তুমি আমি পাশাপাশি
বালিয়াটির জমিদার বাড়িতে যাচ্ছিলাম
জমিদারির ইতিহাস ঘেঁটে
ভালবাসার জমিদারির তালিম নিতে
আমিও তো তোমার বিশাল হৃদয়ের জমিদার
একেবারে দিলওয়ালে জমিদার।

রেকর্ডেড গানের তালে তালে
যাবার বেলায় আমাদের জুটি গড়ে নাচানাচি
সত্যি খুব ভালো লেগেছিলো
যদিও আমি তোমায় সঙ্গ দেয়া ছাড়া
তেমন কোনো ভূমিকা নেভাতে পারি নি
আর তুমি যে এতো ভালো নাচিয়ে
সে কথা তো একবারও বলো নি কখনো
খোদা জানে, তোমার এমন কতো না বলা রূপ
আমার এখনো দেখার বাকি আছে
তবে আমি কিন্তু সেসব না দেখে ছাড়ছি না তোমায়
তোমার প্রতিটি মুগ্ধতায় আলাদা স্বর্গসুখ আছে।

জমিদারি শেখা হলো
অনেক আনন্দ আর ঘোরাঘুরিও হলো।

আসার বেলায় তুমি অনেক ক্লান্ত ছিলে
বাসে চড়েই আমার হাত-বাহুতে মাথা রেখে
গভীর ঘুমে হারিয়ে গেছিলে তুমি
আমি কিন্তু একটুও ঘুমাই নি
যদি তোমার ঘুমে কোনো ব্যাঘাত ঘটে তাই
এভাবেই আগলে রাখবো তোমায় বুকের খাচায়
জনম জনমের ভালবাসায়।

তুমি ঘুমিয়ে ছিলে
আমি শুধু ফিরে ফিরে তোমায় দেখছিলাম
এক আশ্চর্য কিসিমের মাসুমিয়াত
তোমার গোলাপের মতো চেহারায় খেলা করছিলো অনবরত
যেনো জান্নাতের কোনো হুর আমার কোলে বিশ্রাম নিচ্ছিলো
বাতাসের ছোটাছুটিতে 
তোমার হালকা লালচে চুলগুলো
আমাকে সুড়সুড়ি দিয়ে বলছিলো
অবুঝ দিলওয়ালে
প্রিয়তমাকে আরো আপন করে নাও জীবনে।
১ Likes ০ Comments ০ Share ২০৬ Views

Comments (0)

  • - কাল বৈশাখী ঝড়

    খুব ভালো...