Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জাবেদ ভুঁইয়া

১০ বছর আগে

তেনারা

 

 

স্কুলে ছুটি পড়ায় ফুকলো দাদুর ঘরে রোজ টুকলোরা গল্প শুনতে যায়। দাদুর একটা দাঁতও নেই। কথাও কেমন ফুকফুকে ফুস !ফুস ! করে বেরোয়। তাই দাদু যখন রাজকুমার আর রাজকন্যার গল্প বলতে থাকেন ,তখন টুকলো মন সেখানে বসে না। তাও ও রোজ ছেলেদের সাথে দলবেঁধে আসে। আসারও কারণ আছে। দাদুর ঘরে রাজ্যের যত পুরনো জিনিস ! কারুকাজ করা জমিদারী খাট, পুরনো ইয়া পুরু নানা রঙের কাঁচের শিশি আর একটা মস্ত আলমারি ঘরে একপাশটায় কাই হয়ে দাড়িয়ে আছে। কালো কুচকুচে ,তেল চিটচিটে আলমারিটায় কি আছে কে জানে ? প্রায়ই খুকু কোমরে দু হাত দিয়ে আলমারিটায় সামনে গিয়ে দাড়ায়। আবছা অন্ধকারে , দূরে খাটের কিনারে রাখা কুপিটার ঝাপটায় আলমারিটাকে বড় অদ্ভুত দেখায় তখন। টুকলোর গাটা কেমন শিরশির করে উঠে।
দাদু ফোকলা মুখে হেসে বলেন , ওখানে কি করিস রে টুকলো ? গপ শুনবিনা ?
টুকলো বলে , এর মধ্যে কি আছি ফোকলা দাদু ?
দাদু টুকলোর কথা শুনে ফ্যাক ফ্যাক হেসে উঠেন। ও হাসি কেমন রূপকথার গল্পের ডাইনির মত দেখায়।
: ওর মধ্যে তেনারা থাকেন রে টুকলো ।
: তেনারা আবার কারা ?
দাদু এবার মুখ ঝামটা দিয়ে বলেন , হু ! এই ভরসন্ধ্যায় তেনাদের নাম করি আর তেনারা রেগে আমার ঘাড় মটকে খাক আর কি !
ঘাড় মটকাবার কথা শুনে টুকলো আর রা করেনা।

স্কুলে ছুটি চলছে ঠিকই। কিন্তু টুকলোর ছুটি নেই। ঘরটাই যেন একটা আস্ত স্কুল হয়ে উঠেছে। সকালে উঠে বাইরে বেরোতে গেলে বাবা বলেন , পড়া রেখে কোথায় যাওয়া হচ্ছে শুনি ? পরে বেরোবি এখন পড়তে বস!
শুনে আর ও কি করে , গাল ফুলিয়ে একটা বই খোলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে।
দুপুরে বেরোতে গেলো আবার বাঁধা। এবার বাবা নয় , মা।
চেঁচিয়ে বলেন , এখন ঘুমোবি ।ভরদুপুরে বাইরে গেলে অসুখ হবে ।
ধুছাই ! ছুটিটাই মাটি। কত কি করবে ভেবেছিল। কমলদের গাছে কেমন কামরাঙা পেকে টসটসে হয় আছে, লবণ দিয়ে হাজিদের দেয়ালে উঠে খেতে যা ভারি মজা হতোনা ।
নবু মামার পুকুর থেকে লুকিয়ে মাছ ধরারও এই উপযুক্ত সময়। ধুর ! যাকগে চুলোয় বাবা মায়ের শাসন। মা রান্না ঘরে রাঁধছিলো। তার সামনে দিয়েই এক ছুটে টুকলো বাড়ির বাইরে ।পেছন থেকে মায়ের চেচানো শুনতে পেল , ঐ দেখ বাদর ছেলে পালাল। বাড়ি আসিস ,ঠেঙিয়ে হাড় ভেঙে দেব ।
বড় সড়কের পাশ ঘেঁসে জংলা ঝুপের ভেতর দিয়ে একটা পায়ে হাটা পথ। সে পথ ধরে এক দৌড়ে এসে টুকলো থামে সুজনদের বাড়ির সামনে। জানালা দিয়ে সে ফিসফিসিয়ে ডাকে ,
: এই সুজন ..সুজন
: কে ?
: আমি টুকলো ।আয় ।
সুজন হাতে একটা আধগড়া ঘুড়ি নিয়ে জানালার আসে ।
টুকলো বলে , চল বেরোয় ।
সুজনের মুখ কালো হয়ে যায় । বলে , না ।
: কেন ?
: এখন তো ভরদুপুর !
: তো কি হয়েছে ? এখনই তো টসটসে কামরাঙা খেতে মজা , নবু মামারা সবাই এসময় ঘুমায় ,পুকুর থেকে লুকিয়ে মাছও ধরা যাবে ।

লোভ দেখিয়েও কাজ হয়না। সুজন তেমনি বিরসমুখে মাথা নাড়ায় ।
: উহু !
: যাবিনাহ ?
: না ।
: বাড়ি থেকে বকবে । তাছাড়া ..
: কি ?
সুজন উশখুশ করে। তারপর বলে ,
: এখন তেনারা ঘুরতে বেরোয়।
আবার তেনারা ? টুকলো বলে ,
: তেনারা কারা রে ?
: তেনারা হচ্ছে ভু ...থুড়ি ভরদুপুরে তেনাদের নাম নিতে নেই ।
: কেন নাম নিলে কি হয় ?
: সে বড় বিপদ হয় ।
: কি রকম বিপদ হয় ?
টুকলোর প্রশ্নে সুজন ভারি বিপাকে পড়ে। সেও অতকিছু জানেনা। মা ওকে বলেছে , তেনারা এসময় ঘুরতে বেরোয় তাই বেরোনো চলবেনা । ব্যাস এটুকুই সম্বল ।
সুজন চুপ করে থাকে। তাই দেখে টুকলো আবার বলে ,
: কিরে , কিরকম বিপদ বললি না যে ?
: সে আমি জানিনা ।
শেষমেশ অজ্ঞতা স্বীকার করতেই হয় সুজনের।
শুনে টুকলো বলে , ব্যাস ! এই যাচ্ছি । দেখি কি বিপদ হয়।
: যাসনে ! বিপদ হবে ।
: ছাই হবে !
টুকলো এক দৌড়ে সুজনদের বাড়ি পেরিয়ে কমলদের বাগানে ঢুকে পরে। কামরাঙাগুলো কেমন টকটকে লাল হয়ে আছে। উঁচু গাছটায় উঠে যেই ও একটা টকটকে কামরাঙা ধরে টান দিয়েছে , অমনি ধরাম !

সপ্তাহখানেকপর স্কুলে যাওয়ার পথে দেখা হয় টুকলো আর সুজনের ।
সুজন বলে , কি রে তোর নাকি পা ভেঙে গিয়েছিল ?
: হু !
: কিভাবে ভাঙল ?
: কামরাঙা পাড়তে গাছে উঠেছিলাম ,তেনারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ।
শুনে সুজনের বুকটা দু ইঞ্চি ফুলি যায়। সে এবার গম্ভীর হয়ে বলে ,
: দেখলিতো , বলেছিলাম না ? তেনারা বেজায় রাগী ।
: আবার ভালো তেনারাওতো আছে ।
: কোথায় ?
: ফোকলা দাদুর আলমারিতে ।তেনারাইতো আমার পা ঝেড়ে ঠিক করে দিলেন !
সুজনের চোখ বড় বড় হয়ে যায় ।
: তুই দেখেছিস ?
: দেখব কি করে ? লেঙচিয়ে বাড়ি ফিরতেই মা গিয়ে ফোকলা দাদুকে ডেকে নিয়ে এলেন। দাদু পা মুখে মন্ত্র পড়ে পায়ে ফুক দিয়ে বললেন , রাতে যখন ঘুমাবি তখন দেখবি পা ঠিক হয়ে গেছে ।সকালে আবার হাটতে পারবি।
আমি বললাম , তেনারা ঠিক করে দেবে বুঝি ? আলমারি থেকে বুঝি রাতে বেরোয় ?
দাদু হেসে বললেন , হ্যাঁ ।
আর তা শুনে মা কেন যেন , আঁচলে মুখ ঢেকে হেসে উঠলেন ।
স্কুল প্রায় এসেই পড়েছে । গেট পেরোতে পেরোতে এতখন টুকলোর কথা শুনছিলো সুজন ।
সে বলে , ও কিছুনা । ছেলে ভাল হয়ে যাবে শুনে সব মায়েরাই হাসে ।
টুকলোও সুজনের কথায় ঘাড় নেড়ে সায় দেয় ।

 

০ Likes ৪ Comments ০ Share ৬৮০ Views

Comments (4)

  • - কামাল উদ্দিন

    ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত

    - কামাল উদ্দিন

    - ঘাস ফুল

    আপনার পোষ্ট পড়তে যেয়ে নিজেও কিছুটা নস্টালজিক হয়ে পড়েছিলাম। স্মৃতির হাত ধরে ঘুরে এলাম আমার শৈশবের বসন্ত দিনগুলোতে, যা হয়তো আর কোন দিনই পাওয়া হবে না। 

    আপনাকেও বাসন্তী শুভেচ্ছা রাজু। বসন্তের মতোই আপনার জীবন হয়ে উঠুক রঙিন ফুলে সুবাসিত।