Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইখতামিন সালমান

১০ বছর আগে

তির্যক (গানের কথা)

শিল্পীঃ আনিলা
এ্যালবামঃ এখন আমি

============
তির্যক বাঁকা স্রোত
শব্দের ক্যানভাসে
দিনমান প্রিয় সুর দখিনা বাতাসে
কালো মেঘ থম থম থম হয় স্থির ওই মন চঞ্চল
জলজতর বনে দেখি তোমারই মুখ অবিকল..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে..

তীব্র কাঁচা রোদ গ্রীষ্মের ক্যানভাসে
দিনমান প্রিয় মুখ নীলাভ হোক আকাশে
কোলাহল জল থই থই বয় স্থির ওই মন চঞ্চল
জলজতর ভোরে দেখি তোমরই মুখ অবিকল..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে..

সময়ে অসময়ে কেনো তোমাকে শুধু চাই
শয়নে বা স্বপনে কেনো তোমাকে শুধু চাই
সময়ে অসময়ে কেনো তোমাকে শুধু চাই
শয়নে বা স্বপনে কেনো তোমাকে শুধু চাই
বুঝতে পারিনা বলতে পারিনা
সইতে পারিনা জানতে পারিনা
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে..

আঁকাবাঁকা পথে ঝরা পাতা বনফুলে
কান পেতে শোনা ঝি ঝি পোকা কথা বলে
আঁকাবাঁকা পথে ঝরা পাতা বনফুলে
কান পেতে শোনা ঝি ঝি পোকা কথা বলে
বুঝতে পারিনা বলতে পারিনা
সইতে পারিনা জানতে পারিনা
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাষণে সমীরণে
অনুভবের-ও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দণে..

 

এ্যালবাম ডিটেইলস্

 

ফুল এ্যালবাম ডাউনলোড লিংক

০ Likes ৮ Comments ০ Share ৫০৮ Views

Comments (8)

  • - নীল সাধু

    বাহ!

     

    শুভেচ্ছা শাহ মাইদুল ইসলাম।

    কবিতায় ভালো লাগা রইলো।

    নক্ষত্র ব্লগে স্বাগতম।

    • - নীল সাধু

    - শাহ মাইদুল ইসলাম

    ধন্যবাদ, সাধু'দা। ভালো থাকুন সব সময়।

    - লুব্ধক রয়

    সুন্দর।

     

    ধন্যবাদ

    • - শাহ মাইদুল ইসলাম

      ধন্যবাদ।

    Load more comments...