Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

তাল কাটা হরতাল (ছড়া)


তাল কাটা হরতাল (ছড়া)

নূর মোহাম্মদ নূরু

গাড়ি ঘোড়া সবই চলে নাই কিছু বন্ধ,
হরতাল আছে কিনা মনে জাগে দ্বন্ধ।
দিলে আগে হরতাল কার ছিলো সাধ্য
গাড়ি করে ডেকে আনে অসুখেতে বৈদ্য।

হরতাল একদা ছিলো বড় সানদার,
ভোতা হয়ে গেছে আজ যত ছিল তার ধার।
বারে বারে ব্যবহারে ম্রিয়মা্ন হরতাল,
বড় ব্যাথা লাগে দেখে এই তাল কাটা হরতাল।

এখন তো হরতালে সবই চলে ঠিক ঠিক,
যারা ডাকে হরতাল তার তরে শত ধিক।
হরতাল ডেকে যারা ঘরে থেকে ঘুম যায়,
অপমান হরতালের তারাইতো করে দেয়।

সেই দিন ফিরে চাই দাবী করে হরতাল
তানা হলে সব কিছু করে দেবে বাঞ্চাল।
হরতাল ভোতা আজি শুনতে যে চাইনা,
আমরাতো আমাদের ডাকতে কইনা!

আজে বাজে অযুহাতে দিয়োনাকো হরতাল,
তানা হলে হরতালের কেটে যাবে সব তাল।
মূলমন্ত্র বাহু বল বলে শোনো হরতাল,
বহু বলের অভাবে মারা গেছে হরতাল।


প্রকাশকালঃ
ঢাকাঃ ০২ এপ্রিল ২০১৫ ইং
০ Likes ০ Comments ০ Share ৩৮৯ Views

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    কবিতার উপমা বেশ সুন্দর লাগল দাদা

    • - এনামুল হক মানিক

      অনেক অনেক ধন্যবাদ লিটন ভাই।