Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এমরানুর রেজা

১০ বছর আগে

তা রা নি

নারীর জন্ম মৃত্যু বরাবর ।জন্মের গোলাপি স্বাদ তাদের প্রতারণা করে সেই সময় এবং এই সময়।নারীর ফটোকপি চোখের সামনে জ্বলজ্বল ।মূল কপি চিতা বাঘের চিন্তায় ।মনটা তাদের আশ্রয় খোঁজার তালে মাতাল ।
আসলে মহলের বাসিন্দারা কোনো দিন নারী হয়ে ওঠতে পারিনি ;হয়ে ওঠে রমণী' জননী ।
তারানি তাদের প্রতিনিধি নয় ?
   বিয়া বইতাম না ।জীবনডা আমার ।তুমরা অত ফাগল ঐছ কেরে ।বিয়ার জীবন আর গাদার জীবন হমান হমান ।
   মারে লন্ডনপ্রবাসী বড় ঘরের ছেলে ।তোরে লন্ডন নিয়া যাইব ।নাহুশ -তাহুশ করিস না ।এমন বিয়া হগলের কফালে অই না

খাচার পরিপাটি গল্প ঘন-নীল আকাশপ্রাণ তারানির জেদে ঝড় আনে ।তার হক কথার উত্তেজনায় রাগের ভাইরাস ছড়ে সবপাশ ।
সে তখন আন্তর্জাতিক বেয়াদব ।
তারানির একমুখী জেদ ভাতের ফেনার মতো ।গাণিতিক নয় ;জ্যামিতিক হারে বাড়ে ।
   কইছি বিয়া বইতাম না ;মরা কবর থেইক্কা আইলেও না

০ Likes ০ Comments ০ Share ৪২৪ Views

Comments (0)

  • - বাঙলা বেলায়েত

     

                                            তিলে তিলে গড়েছি যে দুষ্প্রাপ্য সঞ্চয়

                                              এতো সহজে কি তার হয় অপচয়।