Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ঢাকাতেই ভ্রমণ (আহসান মঞ্জিল) দ্বিতীয় পর্ব

আহসান মঞ্জিল ভ্রমণের প্রথম পর্বে আশানুরূপ কমেন্টস পাইনি । হয়তো পোষ্ট আরছবি ভাল হয়নি । যাই হোক । শুরু যখন করেছি শেষ করে দেই আজ দ্বিতীয় পর্ব ।আজকে ছবির সংখ্যাই বেশী । আশা করি দেখবেন সবাই

১ । সামন থেকে একটি ছবি

২।ছবির পোজ দিতে সবাই ব্যস্ত । এত লোকজন ছিল যার কারণে । মানুষ শূণ্য আহসানমঞ্জিলের ছবি উঠাতে পারি নি । তবে মজা লাগে সবাই যখন ছবি তুলতে পোজদেয়........

৩। নিচে থেকে তোলা ছবিটি

৪। মাঠের একাংশ

৫। সবাই ছবি তোলায় ব্যস্ত সাথে আমিও

৬। সিড়ির নিচ থেকে

 

৭।

৮। একাংশ

৯। মানুষের জন্য উঠানো যায় না তাই অর্ধেকই তুললাম

১০। মাঠ থেকে তোলা ছবিটি

১১। ল্যাম্পপোষ্ট

১১। ফেরার পথে একটা ক্লিক

১২। গেইটে ঢুকতেই এই ঘরটি । যাতে এখন ব্যাগ জমা রাখা হয়

১৩। ব্যাগ ঘর

ভ্রমণ শেষে........ বুড়িগঙ্গার কালা পানিতে নৌকা করে ঘুরেছিলাম কিছুক্ষণ । বাপরে যে গন্ধ । কিছুক্ষণ থাকার পর উঠে এসেছি ।

 

 

 

 

০ Likes ১০ Comments ০ Share ৫০০ Views

Comments (10)

  • - এবিএম সোহেল রশিদ

    ভাষার বন্দনা
    মন্দ না

     

    - মোঃসরোয়ার জাহান

    আমি জন্মেছি বাঙ্গালে বাঙ্গাল হয়ে

    বিলীন হবো এই বরপুত্রভুমিতে

    বাঙ্গাল পরিচয়ে ।।

    ..........চমৎকার হয়েছে, ভালো লাগলো,শুভ কামনা রইল

    - সীমান্ত প্রধান

    অসাধারণ । শুভ কামনা ভাই 

    Load more comments...