Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ট্রেন থেকে তোলা কিছু এলোমেলো ছবি.......১

সকল দেশের প্রিয় সে যে আমার জন্মভূমি । ছবিগুলো তেমন ভাল আসেনি । সবগুলোই ট্রেনের ভিতর থেকে ।

১। শো শো বাতাস বইছে । এমন দিনে এখানে বসার স্বাদ জাগতেই পারে । সুন্দর একটা নৌকা আধো ভাসো আধো ডুবো হয়ে আছে ..... ছোট খাল অথচ যেন মনের আনাচে কানাচে অথৈ সুন্দরের সুখানুভূতি......

২। ট্রেনে বসে অন্য ট্রেনের ছবি । কি অপরূপ মা গো তুমি । মাশাল্লাহু সুন্দর ফুটফুটে বাচ্চার হাসিটা যে কারো মন কাড়তে পারে । সে যেখানেই থাকুক আল্লাহ যেন সব সময় হাসিখুশিই রাখেন ।
৩। জীবনযুদ্ধ ........ সাদা আর কালোয়...... আর রঙিনে
৪। সবুজ সবুজ সুপারির সারি ...... দারুন সুন্দর .......
৫। দিগন্ত জোড়া সবুজ
৬। তালগাছ আর সবুজ........
৭। ফসলের মাঠে দাড়িয়ে আছে প্রযুক্তির দৈত্য
৮। দিগন্তজোড়া সবুজ..
৯। বাঁশ ঝাড়....
১০। দিগন্ত জোড়া সবুজ
১১। দিগন্ত জোড়া সবুজ
১২। ক্লান্ত রিক্সাওয়ালা হাই তুলছে........
১৩। পথিক হেটে যাচ্ছে নিজেকে আড়াল করে
১৪। চা বাগানের উপর গাছের সারি
১৫। ছোট খালে কতটি নৌকা.......
১৬। অপেক্ষা..
১৭। হাসিমাখা মুখগুলো.........
০ Likes ১২ Comments ০ Share ৭৫৬ Views

Comments (12)

  • - হাসান বিন নজরুল

    পৃথিবী কারো উপর নির্ভরশীল নয় একমাত্র আল্লাহ ছাড়া