Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শাহ আজিজ

৭ বছর আগে

Comments (0)

  • - তানিম হক

    আলো আছে বলেই আঁধারের অস্ত্বিত্ব টের পাই, কর্ম আছে বলেই পাপ পূর্ণের হিসাব এসে যায়, তাই বাস্তবতার প্রেক্ষিতে যা ঘটবে সেটাই জীবন, পরজনমের ভয়ে ভীত কিংবা পৃথিবীর মায়া দুটোই সময়ের ভাসমান শ্লোক, সুতরাং বাস্তবতা মেনে নেওয়াই উত্তম, জন্মগত দিকে আমরা সবাই মানুষ, বাস্তবতার প্রেক্ষিতে যা করছি তা হলো রিপুর তাড়নায়। মনুষ্যত্ব মানুষ হওয়ার যুগ চলে গেছে, এখন এগুলো পুরাতন ভাবনা, এখন সংগ্রাম করে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ।

    • - রুদ্র আমিন

      এতো বড় মন্তব্য তার উত্তর দেয়া সত্যি আমার জন্য কষ্টের। মন্তব্য পড়ে বেশ ভালো লাগল। তবে পাপ পূর্ণ্যের হিসেবটা মনে রাখতেই হবে। 

    - দীপঙ্কর বেরা

    besh bhalo

    - রুদ্র আমিন

    জেনে ভালো লাগল ভাইজান।