Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

দীপঙ্কর বেরা

৯ বছর আগে

জীবনের বালুচর ( প্রতিযোগিতা ২0১৫ ক্যাটাগরি-২ )

 

ফোন পেয়েও মনের মধ্যে কোন কাঁপন ধরে না প্রতীশের । তাহলে কি মনের নিশ্চিত জানা হয়েই ছিল যে শেষ হচ্ছেই ।
কিংবা কেন শেষ হচ্ছে না ? আর পারা যাচ্ছে না দু পক্ষের এত কষ্ট ! শেষ হোক তো ।
সেই হওয়া ফোন এল - ভাই রে , মা আর নেই ।
ডাক্তার জবাব দিয়েছে । বয়সের ভার । দীর্ঘ রোগভোগ । বিছানা শয্যা । যে যার মত চেষ্টা করেছে । দুই ভাই বাইরে ।বড়দার কাছে থাকত । দিদিরাও যথেষ্ট দেখাশুনা করেছে । কিন্তু ভাগ বাটোয়ারায় মা যেমন থাকে তেমন ছিল ।
আর সবচেয়ে ছোট প্রতীশ নানান কারনে বাইরের হালচালে মানাতে গিয়ে মাকে যেমন রাখতে চেয়েছিল তেমন ভাবে পারে নি । মন কেঁদেছে । সময় সুযোগের ফাঁকে ফাঁকে যেটুকু পেরেছে সেবা আর্থিক সব করেছে । দরকারের তুলনায় অবশ্য যথেষ্টই কম ।
মন আপ্রাণ মা মা করেছে কিন্তু মায়ের কষ্ট বেড়েছে নিজের দেহে আর বাইরেও ।
দাদা দিদিদের হা হুতাশ ফিসফাস অনেক তো হল , আরো কত কষ্টের মধ্যে তো আমরাও - এ সব প্রতীশ প্রায়ই শুনে আসছে ।
তাই প্রতীশ ফোন পেয়েও ভিতরে যতটা কেঁদেছে বাইরে তার চেয়েও বেশি স্বাভাবিক ।
সংসারের যাত্রাপথ আরো বিচ্ছিহ্ন হাসি কান্নাতে এগিয়ে চলছে ।
            -০০০-

৩ Likes ৬ Comments ০ Share ৩২৭ Views

Comments (6)

  • - আলমগীর সরকার লিটন

    কবিতায় হয়ে যাক উষ্ণ উলকি