Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Safiqul Islam Kohinoor

১০ বছর আগে

জীবন প্রদীপ নিভার পরে ©

জীবন প্রদীপ নিভার পরে
শুনহে মানুষ জন
কাঁদিবে আমাকে ঘিরে
আমার আপন জন।
শুনতে পারবে মনের কথা
ভাবে কি তাদের মন।

যারা একদিন আমার জন্য
হইতো পাগল পারা
তাড়াতাড়ি গোরস্থানে
নিয়ে যাইবে তারা।
এক মুহূর্ত রাখবে না আর
আমার যত স্বজন।
শুনতে পারবে মনের কথা
ভাবে কি তাদের মন।

খবর পেয়ে আসবে আমার
যত আত্মীয় স্বজন
প্রথম বিচার তারাই করবে
তাদেরই মন মতন।
এক পয়সাও ছাড় দিবেনা
মাফ চাওনা যতক্ষন।
শুনতে পারবে মনের কথা
ভাবে কি তাদের মন।

আমার মাথায় যত ব্যথা
বুঝিনা তো কিছু
যমে আমায় নিয়ে গেছে
চলছে পিছু পিছু।
কোহিনূর বলে কার বিচার
করিলে এতক্ষন।
শুনতে পারবে মনের কথা
ভাবে কি তাদের মন।

১ Likes ২৮ Comments ০ Share ৬২৮ Views

Comments (28)

  • - পলাশমিঞা

    ও সোনা মাই গো! পয়লা পাতাত আইচ্ছে গো!

    • - নীল সাধু

      ও মাইগো

      ভাইছাব দেহি

    • Load more relies...
    - সনাতন পাঠক

     

    ‘বসন্তে বসন্তে বারো মাস গত হলো, স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল বাস্তব হলো না, বসন্তে বসন্তে বারো মাস গত হলো, অকালবসন্তে স্বপ্ন দেখে স্বপ্নদর্শী হয়েছি, স্বপ্নদর্শী হয়েছি, স্বপ্নের ফেরিওয়ালা, বসন্তে বসন্তে বারো মাস গত হলো, স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল বস্তব হলো না, সজনী তুমি কবে যে ফিরে আসবে?

    সজনী প্রানের সখী আমার , তারে বিনা দিবানিশি পুড়ে অন্তর

    জানে অন্তর্যামী

    জানে না সজনী  

    • - পলাশমিঞা

      কি তা হইছে, কান্দের কিতার লাগি, আপনারেও জ্বালা দিছে নাকি 

    • Load more relies...
    - নীল সাধু

    গানটা শুইনা লই -

    তারপর আলাপে আসতাসি

    • - পলাশমিঞা

      কান ভরে শুনেবন কিন্তু। পরে আমি আবার তুলাবউ গাইব। অখন আমি গায়ক হয়েছি তো

    Load more comments...