Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জার্নি বাই ট্রেন ১৭-৯-২০০৯

 

কিছু দিন আগের কথা... আমি আর আমার দুই বন্ধু মিলে তেজগাঁও থেকে এয়ারপোর্ট যাচ্ছি। আমরা তিন জন এক সিট এ বসেছিলাম। আমাদের মধ্যে একজনের কানে ছিল earphone হাতে ছিল iPOD,  আমাদের ঠিক সামনের সিটেই বসে ছিল এক aunty+এক পিচ্চি+ একটি পরীর মত মেয়ে। আমি বসে বসে newspaper পড়ছিলাম। আমার মাঝের বন্ধুটা আবার একটু মোটা, হালকা দাঁড়ি আছে(নাম বললে আমার খবর আছে)ও ভাবল মেয়েটার সাথে টাংকি/ফিল্লিং জাতিও কিছু জনসেবামূলক কাজ করা যাক। সাথে সাথে  ও আমাকে sms করে জানিয়ে দিল...দোস্ত সামনের সিটে তোমার ভাবি বসছে, উল্টা-পাল্টা নজর দিবা না, আমি এখন তার সাথে টাংকি মারব। আমার জন্য দোয়া কইর। আমি সাথে সাথে ওর দিকে তাকিয়ে হেঁসে উঠলাম। আমার অন্য বন্ধুটিও হেঁসে উঠল। আমাকে আবার sms দিল দোস্ত কিভাবে শুরু করব? আমি reply দিলাম- কোন বাহানা করে ওই পিচ্চি টার সাথে link কর। ও আমার বুদ্ধিটা শুনে আমার মাথায় একটা চুমু দিল, আর বলল -সাবাস বেটা। তার কিছুক্ষন পর ও একটু হেলে দুলে বসে পিচ্চিটাকে বলল- helloo Brother কিসে পড়?। পিচ্চিটা answer দিল- ক্লাস three তে পড়ি uncleবন্ধুটা,পিচ্চিটার answer শুনে এক্কেবারে বোবা হয়ে গেল। এ দিকে আমি আমার হাসি চেপে রাখতে পারছি না, তাই উঠে গিয়ে হেঁসে আসলাম। তাও হাসি থামছে না, টিকতে না পেরে মুখে রুমাল পেঁচিয়ে বসলাম, সে কি হাসি। দুই(অন্য বন্ধু) জন মিলে হাসছি তো হাসছি। মেয়েটাও মুখে কাপড় দিয়ে বাইরে তাকিয়ে হাসছে।এদিকে station এসে পরল,আমরা নামলাম কিন্তু ওই মেয়েটা নামল না। আমি নামার সাথে সাথে ক্লিন বোল্ড হওয়া বন্ধু আমাকে attack করল। আমাকে বলল- শালা একি বুদ্ধি দিলি, তোর কথা মত ওই শালার(পিচ্চি) সাথে ভাব নিতে গিয়ে আমাকে uncle বানিয়ে দিল।আমাদের সাথে আমাদের ৩য় বন্ধুটিও অনেক জোরে জোরে হো হো করে হাসছে । এদিকে আমি হাসতে হাসতে লক্ষ করলাম মেয়েটা আমাদের কিত্তি-কাহিনি দেখে হাসছে(জানালা দিয়ে)আমার য় বন্ধুটি কান থেকে earphone খুলে বলল দোস্ত কি হইসিল রে যে তোরা মুখে রুমাল দিয়ে আসিলি? তোরা এত হাসতাসোস কে? ওর কথা শুনে আমরা হাসতে হাসতে station এ প্রায় শুয়েই পরি। বুঝেছিলাম মিথুন গাধাটা আমাদের হাসি দেখে হাসছিল... অতঃপর ট্রেনটা ছেড়ে দিল।

০ Likes ৯ Comments ০ Share ৪৫৫ Views

Comments (9)

  • - জাকিয়া জেসমিন যূথী

    লেখাটা ভালো। ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত আটকে ছিলাম লেখাতে। 

    ইয়ে, আঁতেল কিনা তা পরের বার টেস্ট করে দেখবো নে! যদিও আমি পুরুষ নই!! নারীরেও কইছেন কি না জানা নেই। 

    - নুসরাত জাহান আজমী

    লাস্টের লাইনটা কি মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য ভাইয়া???

    - ইকবাল মাহমুদ ইকু

    ভালো লাগলো আপনার এই লিখাটি । ভালো থাকবেন  

    Load more comments...