Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল সাধু

১০ বছর আগে

জলের অপার সিঁড়ি বেয়ে কোথায় যে চলে গেছে মেয়ে

আমাকে সে নিয়েছিলো ডেকে;

বলেছিলোঃ 'এ নদীর জল

তোমার চোখের মত ম্লান বেতফল;

সব ক্লান্তি রক্তের থেকে

স্নিগ্ধ রাখছে পটভূমি;

এই নদী তুমি।'

 

'এর নাম ধানসিঁড়ি বুঝি?'

মাছরাঙাদের বললাম;

গভীর মেয়েটি এসে দিয়েছিলো নাম।

আজো আমি মেয়েটিকে খুঁজি;

জলের অপার সিঁড়ি বেয়ে

কোথায় যে চলে গেছে মেয়ে। ... [সে - জীবনানন্দ দাস]

 

কার্তিকের ৫ তারিখ ছিল প্রিয় কবি জীবনানন্দ দাশ এর ৫৯তম মৃত্যুবার্ষিকী।

তিনিবাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য, রবীন্দ্র-পরবর্তীকালেবাংলা ভাষার প্রধান কবি হিসাবে তিনি সর্বসাধারণ্যে স্বীকৃত।

 

খুব অবাকলাগে এই ভেবে যে কবি জীবনানন্দ দাশ যে সময় ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে মারাগিয়েছিলেন তখন পর্যন্ত একশত বৎসরে ট্রাম দুর্ঘটনায় কোলকাতায় মৃত্যুরসংখ্যা ছিল মাত্র একটিই – সেটা কবি জীবনানন্দ দাশ।  

 

জানা যায় সেইসময় ট্রাম লাইন পার হচ্ছিলেন কবি। দুই হাতে দুই থোকা ডাব নিয়ে গৃহে ফেরারসড়কে ওঠার জন্য ট্রাম লাইন পার হবার সময়েই ঘটে এই দুর্ঘটনা। গুরুতরভাবেআহত জীবনানন্দের চিৎকার শুনে ছুটে এসে নিকটস্থ চায়ের দোকানের মালিকচূণীলাল এবং অন্যান্যরা তাঁকে উদ্ধার করে। পশ্চিমবঙ্গের তদানীন্তনমুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায় কবিকে দেখতে এসেছিলেন এবং আহত কবিরসুচিকিৎসার নির্দেশ দিয়েছিলেন যদিও এতে চিকিৎসার তেমন উন্নতি কিছু হয়নি।কবি মারা যান ২৩ শে অক্টোবর।

 

এ সময় কবির স্ত্রী লাবণ্যদাশকে খুব কমই কবির পাশে দেখা গিয়েছিল। জানা যায় তিনি তখন টালিগঞ্জেসিনেমার কাজে ব্যস্ত ছিলেন। কি অবাক! কবি অর্থকষ্টে ছিলেন সেই সময়টায়।

 

**

আজ ২৩শে অক্টোবর কবি শামসুর রহমানের জন্মদিন, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়ান দিবস। তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

০ Likes ১ Comments ০ Share ৫৪৫ Views

Comments (1)

  • - আল ইমরান

    লাইক

    • - ইকবাল মাহমুদ ইকু

    - তৌফিক মাসুদ

    কবিতার কথা ভাল লেগেছে।

     

    শুভকামনা রইল।