Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এম রহমান

৮ বছর আগে

ছড়াকার জগলুল হায়দারের ছড়া--বিয়ে বিড়ন্বনা


কালো মোটা বেটে খাটো যেমন ছেলেই হোক
বউখানা তার এমনটি চাই জুড়ায় যাতে চোখ।
আদিখ্যেতার ধরণ দেখে মেজাজ বিগরে যায়
ল্যাংড়া পোলাও বিয়া করতে সুন্দরী বউ চায়।

উচ্চবিত্ত মধ্যবিত্ত কিম্বা নিম্নবিত্ত
কন্যাদানের ঝুট ঝামেলায় কেবল হাপায় নিত্য।
এই জাগাতে সাম্য(!) কতো গভীর কতো মিল
পিয়ন থেকে সাহেব-সুবা সবারই এক দিল।

কালো মেয়ে বউ হিসাবে মোটেও চয়েজ নয়
এমন কথা আন্ধা ফকির ফয়েজ মিয়াও কয়।
এই এটা চায় অই সেটা চায়, চাওয়ার সেকি ঢং
দেওয়া-থুয়ার পরেও দিবেন ফর্সা গায়ের রঙ।

কেউবা আবার অত্যাধুনিক বেজায় রকম ধড়ি
চাওয়া টাওয়া কিচ্ছুটি নেই, মেয়েটা চায় গোরি।
যে দেশে ভাই অধিক মেয়েই সচরাচর কালো
সেই দেশেতে এমন কথা নয় তো মোটেও ভালো।

আলো জ্বালাও বন্ধুরা সব আপন আপন মনে
কালো সাদায় কি আসে যায় জীবনের এই রণে।
মনের মতো মন পেলে আর রঙ কিছু নয় মোটে
খুঁজে ফেরো ফর্সা মনের সঙ্গী যাতে জোটে।

০ Likes ০ Comments ০ Share ৩৬২ Views

Comments (0)

  • - মাইদুল আলম সিদ্দিকী

    আপনার ক্লিকবাজী সবসময়ই অসাধারণ!

    emoticons