Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সনৎ ঘোষ

৯ বছর আগে

ছড়া-'জমিদারের প্রেতাত্মারা'

ছড়া-‘জমিদারের প্রেতাত্মারা’
     ---সনৎ ঘোষ।

‘জমিদারদের বাড়ির সামনে জুতা পরা ছিল মানা’,

প্রাচিনকালের এই ঘটনা সবারইতো আছে জানা।

এরুপ অনেক ‘মানা’র মধ্যে আরো ছিল যে কিছু,

পায়ের জুতো হাতে নিয়ে মাথা করতে হত নিচু।

এখন জমিদার না থাকলেও নিয়ম আছে ঠিকই,

রাষ্ট্রমালিকদের বেলায় আছে নিয়ম কানুন একই।

বঙ্গভবন,গণভবন আর মন্ত্রিভবনের বেলায়,

কোনো কাজে যেতে চাইলে পড়তে হয় যে ঠেলায়।

মোদের দেশের মাননীয়রা যখন বেরোন পথে,

জনগণের রাস্তা বন্ধ,যাওয়া যাবেনা কোনোও মতে।

তাঁরা চলবেন নির্বঘ্নে আর জনগণ থাকবে জটে,

‘জনগণই দেশের মালিক’ শুনতেই ভাল লাগে বটে!

ট্রাফিক আইন জনসাধারণের,মন্ত্রীদের বেলায় নয়,

তাঁরা সব আইনের উর্ধে –দেখি এমনটাই হয়।

জনগণের সেবক যাঁরা,যাঁরা জনগণের প্রতিনিধি,

জনগণের ‘গড’ তাঁরা এমনটাইতো তাঁদের গতিবিধি,

জমিদাররা চলে গেলেও আছে তাদের প্রেতাত্মারা,

জনগণের রক্ত শোষে করছে তো তাদের সর্বহারা।।

০ Likes ৪ Comments ০ Share ৩৭৮ Views

Comments (4)

  • - ধ্রুব তারা

    চেঙ্গিস খান হইতে চাই 

    - টোকাই

    আমার জন্য ভালো একটি পোষ্ট পেলাম ভাই । ধন্যবাদ ।