Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সনৎ ঘোষ

৭ বছর আগে লিখেছেন

ছড়াঃ-।।স্বয়ংসম্পূর্ণ খাদ্যে নয়-ধানে।।<br />&nbsp;&nbsp; ------সনৎ ঘোষ। &ldquo;স্বয়ংসম্পূর্ণ খাদ্যে মোরা&rdquo;- কথাটা আংশিক সঠিক, খাদ্য শুধু ধান চাল নয় আছে আরো অনেক দিক। ধানের ফলন বেশি হলেই করতে পারি মোরা রপ্তানি, অন্য সব খাদ্য মোদের করতে হয় যে আমদানি। আটার জন্য গম আর তেলের জন্য সয়াবিন,তিল পেঁয়াজ,রসুন,আদা,হলুদ এর উৎপাদন তো &lsquo;নিল&rsquo;। ডাল এবং অন্যান্য মশলা আমাদের দেশেতে নাই, সারা বছর আমরা যে বিদেশি ফলইতো খাই। আরো আছে অনেক কিছু খাদ্যের সব যে অনুষঙ্গ, এ সব কিছু মিলেইতো আসে খাদ্যের এ প্রসঙ্গ। &lsquo;খাদ্যে&rsquo; নই যে স্বয়ংসম্পূর্ণ শুধু ধানের বেলায় সত্য, প্রকৃত তথ্য পরিবেশন নিয়ে থাকা উচিৎ সৎ তো।।

Likes Comments

Comments (0)

  • - নুসরাত জাহান আজমী

    আসলেই, কিছু কিছু সময় সীমাবদ্ধতা এমন করে চারপাশে জড়িয়ে থাকে, খুব অসহায় লাগে তখন.. তবু বেঁচে থাকার ইচ্ছে হয়..

সনৎ ঘোষ

৭ বছর আগে লিখেছেন

ছড়াঃ-।।বোকার টাকা শালি খায়।।

ছড়াঃ-।।বোকার টাকা শালি খায়।।
  ------সনৎ ঘোষ।
“বোকার ফসল পোকায় খায়”
এটি ছিল এক শ্লোগান,
বাঙালিদের সস্তা টাকা
খেয়ে করে সবাই গান।
রিজার্ভের টাকা শ্রীলঙ্কা যায়
আরো যায় দূর ফিলিপাইন,
সবাই বলে বাঙালির টাকা
খুবই মজা,বড়ই ফাইন।
টাকা খেয়েছেন মায়াবতি
আছে আরো কত তালিকা,
টাকা খেয়েছেন শ্বশুর শাশুড়ি
খেয়েছেন শ্রীলঙ্কার শালিকা।
আরো কতজন পেয়েছে টাকা
তাদেরকে তোমরা কে চিনো?
টাকা পেয়েছে চোর ডাকাতে
জুয়া খেলেছে ক্যাসিনো।
গরিবের টাকায় কতজন
খেললো খেলা ছিনিমিনি,
এই খেলার খেলোয়ারদের
সবাই আমরা চিনি চিনি।
বাঙালির টাকা সস্তা বলেই
ভাসে সবে লূটের জোয়ারে,
টাকা আদায়ে শালা শালিদের
ঢুকাও সব শক্ত খোঁয়াড়ে।।
-------------------------------------------
*সুত্রঃ-খবর-“পরিচিতিদের মাধ্যমে অর্থ পান শ্রীলঙ্কার
শালিকা”,’প্রথম আলো’,পৃষ্ঠা-০৪।তারিখ-০২/০৪/১৬
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - শাহআজিজ

    ভাল, লিখে যান ক্রমাগত।

    চিকচিক করে খসে পড়া নক্ষত্রের মতো

    বালিকার খসে পড়া সিঁথির সিঁদুর;     এই দুটো লাইনের উপমা ধুলোর সাথে মিলছে না, অনুভুতি আরও বাস্তব হতে হবে।

     

সনৎ ঘোষ

৮ বছর আগে লিখেছেন

।।লিমেরিক।।<br />&nbsp; ---সনৎ ঘোষ &lsquo;কাননিয়েগেছেচিলে&rsquo;-শুনেইদৌড়িচিলেরপিছে, পাইনিকোথাওখুঁজেচিলওপরকিংবানিচে। হাতদিলামযেইকানে, (দেখি)কানআছেঠিকস্থানে, হলামবোকাসবারকাছে,দিনটাইগেলমিছে।

Likes Comments

সনৎ ঘোষ

৮ বছর আগে লিখেছেন

ছড়াঃ-।।বেশি ফলনের বিড়ম্ব।।

ছড়াঃ-।।বেশি ফলনের বিড়ম্বনা।।
মোদের কৃষক ফসল ফলায়
করে অনেক কষ্ট,
বেশি ফসল ফলালে পর
অনেকটাই হয় নষ্ট।
মূল্যবান ফসল যদি
না করে সংরক্ষন,
প্রাপ্ত ফসল সুষ্টুভাবে
না করলে বিতরণ,
নষ্ট হয় দেশের সম্পদ
আর কৃষকের শ্রম,
এসব নিয়ে যুগযুগান্তর
ভাবেনা কেউ একদম।
কৃষক,শ্রমিক,ব্রাত্যজন
সব অবহেলার শিকার,
কবে পাবে এসব মানুষ
তাদের প্রাপ্য অধিকার?
continue reading
Likes Comments
০ Shares

সনৎ ঘোষ

৯ বছর আগে লিখেছেন

*ছড়া-"নারীর নিরাপত্তা কোথায়?"

*ছড়া-“নারীর নিরাপত্তা কোথায়?”
   ----সনৎ ঘোষ।
নারীর জন্য নিরাপদ নয় শহর এবং গ্রাম,
নিরাপদ নয় সামনে,পিছে,ডান কিংবা বাম।
নারী মানেই ভোগ্য বস্তু হোকনা পর,আত্মীয়,
ভয়ে থাকে বোন,ভাগ্নি এমন কি ছোট নাতনীও।
কামুক পুরুষের দৃষ্টি পড়ে সব নারীর ওপরে,
একটা ক্ষেত্রে ফারাক নেই মানুষ এবং শুকরে।
শহর বন্দর গ্রাম গঞ্জ স্টেশন বা দোকানে,
শিকারী পুরুষ ঘুরে বেড়ায় দিন রাত সবখানে।
সুযোগ পেলেই হাত চালাবে মেয়ে মানুষের অঙ্গে,
মুখে বলবে অশ্লীল কথা,চলবে অসভ্য ঢঙ্গে।
গ্রামের চেয়ে শহরেই বেশি এই যৌন হয়রানি,
দিনের পর দিন বাড়ছেই শুধু এটা সবাই জানি।
অভিযোগ ও প্রতিবাদে খুব একটা নেই লাভ,
সমাজ এটা মেনে নিয়েছে-এমনটাই যেন ভাব।
সৃষ্টির সেরা মানুষ জাতি,আমরা খুবই সভ্য(!),
মন্দটাকে বাদ দিয়ে ভালটা কবে ভাববো?
*সুত্র-“শহরগুলো নারীদের জন্য নিরাপদ নয়”(প্রথম আলো’র লীড নিউজ,তারিখ-২৮/১০/১৪)
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - টোকাই

    দারুন একটা পোষ্ট । শুধু মাত্র যারা বিজ্ঞানের নন ,বিশেষ করে পদার্থ বিজ্ঞান বোঝেন না , তাদের মাথার উপর দিয়ে যাবে ।emoticons

    emoticons

Load more writings...