Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ছড়া

শিবলী সুহান লিপুর ছড়া/

জন- প্রতিনিধি /

ওরা সবাই জনপ্রতিনিধি/
লুটেপুটে গড়ে দেশের সমাধি /
মানে না ওরা কোন আইন /
দেখতে তারা লেবাসি ফাইন । /

দুর্নীতির চাদর গায়ে পড়া/
মিডিয়া ভাষণে শীর্ষে তারা/
বসে আছে নেতা সংসদ চেম্বারে/
প্রাইমারি পাশে আইনের বই নাড়ে ।

০ Likes ৩ Comments ০ Share ৪৮৯ Views

Comments (3)

  • - নীল সাধু

    লেখাটি খুব ভালো লিখেহিস শ্রেয়!

    দীর্ঘদিন পর তোর গদ্য পড়ছি। তুই কবিতায় যেমন সাবলীল তেমনি গদ্যে।

    আমরা আসলেই চটকদার এক যুগে আছি। সময়টা এমন। আমরাও সবাই আত্মকেন্দ্রিক হয়ে যার যার ঘরে যেন ভালো আছি এমন একটা ভান করে থাকি। কিন্তু আসলে যে আমরা ভালো নেই অথবা এতে যে ভালোত্ব নিহিত নেই তা যেন বুঝেও বুঝতে চাইছি না। ভালোবাসা প্রেম মায়া মমতা আন্তরিকতা অন্যজনের প্রতি সহমর্মিতা এসব দিন দিন  উঠে যাচ্ছে - যা কাম্য নয়। আগে তো আমাদের পরিপুর্ন মানুষ হতে হবে - যেখানে সকল মানবিক গুনাবলী থাকবে তবেই না বাকী ভাবনা। আমরা প্রথম কাজেই ফাকি দিয়ে পরবর্তী কাজগুলোতে কি করে পাশ করার আশা করি বল!! তা কি হয় নাকি? অথচ বিশ্বায়নের মোড়কে আমাদের তেমন এক সমাজের দিকে ধাবিত করার জোর প্রচেষ্টা চলছে।    

     

    এ কারণে আমাদের এক রঙ্গা এ ঘুড়ির শ্লোগানে আমরা বলছি আসুন আমরা মানবিক মানুষ হই। সে কথাই আমরা সবাইকে জানাতে চাইছি। যদি মানবিকতা হাগ্রত হয় তবে বাকী সকল কিছু শান্তি সৌহার্দ্যের পথেই থাকবে। সেখানে বাধা হয়ে দাঁড়াবে না কিছুই।

     

    ভালো থাকিস। শুভেচ্ছা নিরন্তর।

    • - শ্রেয়সী

      নীল দা, 

    - লুৎফুর রহমান পাশা

    দুর্দান্ত লিখেছেন। বেশ মনোযোগ দিয়ে পড়লাম। সহজ বিষয়গুলি আমরা সহজ করে ভাবতে ভুলে গেছি। আমাদের অনুভুতি গুলো দিন দিন কেমন ভোতা হয়ে যাচ।চে। অথচ আমরা ভুলে যাচ্চি একদিন আমিও খাদে পরে যেতে পারি। সেদিন অনুভুতি হীন মানুষ গুলো পাশ দিয়ে হেটে যাবে। আমি চিৎকার করবো কেউ শুনবেনা। দায়িত্ব এড়ানো যায়না। দায়িত্ব কাধে তুলে নিতে হয়। কে করবে তার চেয়ে বড় কথা আমি করছি কিনা।

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ চেনা জানা ভুলতে বসা কথা গুলোকে মনে করিয়ে দেয়ার জণ্য।

    • - শ্রেয়সী

      সহজ বিষয়গুলি আমরা সহজ করে ভাবতে ভুলে গেছি।-ঠিক! 

       

    - ঘাস ফুল

    বিশ্বায়ন হচ্ছে বা হউক কোন অসুবিধা নাই। কিন্তু মানবতাহীন, ভালোবাসাহীন আর মানুষের মৌলিক অধিকার বিহীন কোন বিশ্বায়ন চাই না। বিশ্বায়নের নামে শোষণ চাই না, সাম্রাজ্যবাদ আর পুঁজিবাদ চাই না। ধন্যবাদ শ্রেয়সী। 

    • - শ্রেয়সী

      ধন্যবাদ ভাইয়া 

    Load more comments...