Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চুপ থাকা মানুষগুলো

চুপ থাকা মানুষগুলো
বিস্ফোরিত দহনে অত্যোধিক হাসে
বুকের ভেতর দাউ দাউ করে জ্বলা দাবানলে,
যার উৎপত্তি ঘটে প্রিয় মানুষটির
অকল্পিত ছলনায়।

কিছু কিছু মানুষরূপী প্রেতাত্মা
সহজ-সরল হৃদয় ভেঙ্গে
তৃপ্তি অনুভব করে
অবশ্য ভালবাসার অর্থ যদি হয়
ইগলু আইসক্রিম আর ফ্যান্টাসি কিংডম
তবে সব দোষ নিষ্পাপ অন্তরদের।

চুপ থাকা মানুষগুলো তবু
বিসর্জনে আড়াল করে কষ্টের প্রতিমা
সিক্ত-অশ্রুরূপ হাসির বহিঃপ্রকাশে
আর প্রাণ ভরে করে আশীর্বাদ
প্রিয় মানুষটি অন্তত সুখে থাক সবসময়।
০ Likes ০ Comments ০ Share ১৭৬ Views

Comments (0)

  • - রব্বানী চৌধুরী

    অনেক দিন পরে নক্ষত্রের আঙিনায় প্রবেশ  করলাম।