Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চিরকুট

 

সে এক অচিন দেশের গল্প। রাজকুমারী বনলতার সাথে বনরাজের দারুন সখ্যতা। যতদুর দৃষ্টি যায়, ঘন সন্নিবেশী দৃষ্টি ভিভ্রম বন। সুঠাম সবুজ সরু কিংবা চিড়ল পাতায় ছেয়ে আছে কোথাওবা হরিন শিকারী লতাগুল্মের দল। সেখানে ছায়া আছে। বৃষ্টি এলে নিরাপদে ধরে রাখার মায়া আছে। এই মায়াতেই ভুলে আছে রাজ কুমারী। মনে তার যত কষ্টই জমা হোক বনরাজের সান্নিধ্যে এলে মন ভালো হয়ে যায়। বনরাজ তাকে নিয়ে দোল খায় বৃক্ষ শাখে, স্বাদ উপভোগে নিমিত্ত করে বনের যত সুস্বাদু ফলের ভান্ডার। রাজকুমারীর স্মৃতির ভান্ডারে নিত্য জমা হয় হাজারো বৃক্ষের হাজারো রকমের ছায়ার মায়া।

বিজন বনের এক মাথে যেখায় জল মিশে গেছে বিস্তৃর্ন ভুমির সাথে। সেথায় দেখা গেলো লাল গালিচা পাতা ফুলের সমারোহ। এত সুন্দর এর আগে কখনো দেখেনি রাজ কুমারী। শূণ্য থেকে দৃষ্টি পরতেই নামতে হলো তার। সেকি সুগন্ধী। মন মাতাল করা বিমোহিত লাল গালিচার বাতাস। এখানে শায়িত হবে রাজকুমারী। তাবৎ ফুলের মধ্য খানে শয্যা পাতে । পাহারায় রইলো বনরাজ। রাজকুমারীর মন যে আরো ভাল করা চাই। আরো আনন্দে উদ্বেলিত হোক তার মন। নিত্য প্রতুষ্যে নয়তো ঘুমের ঘোরে এ যে বন রাজের পন। বনের বুক চিড়ে নেমে আসা তৃষ্ণার জল বৃক্ষের ফল সবই যে রাজকুমারীর অধীন হয়ে সেই কবে থেকেই। আজ থেকে এই ফুলের ভুমিও তার চরনেই নিবেদিত হোক।

 শেষ বিকেলের আলোয় ফিরে আসার পালা। কিন্তু এই মনোহর ভুমিতে মায়া পড়ে থাকে। নিশিথে নির্জনে ঘুম ভাঙ্গে রাজকুমারীর। প্রার্থনায় রত হয় ইশ্বরের কাছে। আমি বিমোহিত হয়েছি যে ফুলে সে বাগান তুমি রক্ষা করো। যদি কেউ হাত দেয় আমি মরে যাবো। ফুলের গায়ে কাটা তুলে দাও। যাতে অযাচিত হাত রক্তাক্ত হয়।

 পরদিন প্রতুষ্যে বনের প্রবেশ পথে দেখা হয়না বনরাজের। সেদিকে ভ্রুক্ষেপ নেই রাজকুমারীর। এগিয়ে যেতেই মেঠোপথে পড়ে আছে বনরাজের রক্তাক্ত দেহ। বুকে জড়ানো এক গোছা রক্তাভ লাল ফুল।বিড় বিড় করছে বনরাজ। অশ্রুসিক্ত হয়ে উঠে রাজকুমারীর মন। মনের মধ্যে জমা হয় বেদনার একরাশবিরান ভুমি। সেখানে কিসের তৃষ্ণা কে জানে?

০ Likes ৮ Comments ০ Share ৪০৬ Views

Comments (8)

  • - লুব্ধক রয়

    সালাম রইলো।

    লেখায় বাস্তবতা উঠে এসেছে। ভালো লেগেছে। ধন্যবাদ।

    • - খোন্দকার শাহিদুল হক

      আপনার জন্যও ধন্যবাদ আর শুভকামনা রইল। ভালো থাকবেন।

    - লুৎফুর রহমান পাশা

    চমৎকার গান। সুরের অপেক্ষায়।

     

    ভাই জান ৫৭ ধারার কথা মনে আছেতো।।

    • - খোন্দকার শাহিদুল হক

      পাশা ভাই, আমি যে গাইতে পারি না। তবে আপনারা যদি গান তবে খুব খুশি হবো। শুভকামনা রইল।

    - ঘাস ফুল

    কিছু বলার নাই শাহিদুল ভাই। অপেক্ষায় আছি শেষ পর্যন্ত কোথায় গিয়ে কার হুঁশ হয়। তবে সংগীত হিসাবে খুবই চমৎকার হয়েছে। সুর দিয়ে গাওয়া হলে সবার মধ্যে ভালো একটা তাল উঠবে মনে হচ্ছে। ধন্যবাদ ভাই। শ্রদ্ধার আর ভালোবাসা রইলো। 

    • - খোন্দকার শাহিদুল হক

      ঘাস ফুল ভাই, আপনার মন্তব্য পোস্টের প্রাণ। শুভকামনা রইল।

    Load more comments...