Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এস কে দোয়েল

১০ বছর আগে

চিঠিপত্র-১ : স্বপ্ন ভাঙনের নদীর চর

 

 

নীল....

 

স্বপ্ন বিভ্রমের পর চরম হতাশায় ভুগছি আজদীর্ঘ চার মাসের সংসার জীবনের ইতিবৃত্ত ঘটালে গত ৮জানুয়ারীআমার আশার বাগানে ফুটন্ত ফুলগুলো অকালে ঝরে পড়লো তোর কান্ডজ্ঞানেতুইও চলে গেলি,ফুলগুলো ঝরে পড়লো সে রাতেইযে বাগানে ফুটেছিল নানান রঙের সুবাস ঝরা ফুলঘ্রাণে ঘ্রাণে ভরে উঠতো পুরো বাড়ির আঙিনাতুই যে ছিলি আমার বাগানের সবচে প্রিয় মানবী ফুলতোর বিচরণে ফুলেরা সরব হয়ে উঠতোরঙিন প্রজাপতিরা ডানা মেলে আনন্দে এদিক-সেদিক উড়াউড়ি করতোমুহুমুহু করতো মধু-পোকারাসন্ধ্যার আঁধারে জোনাকিদের মেলা বসতোঝলমলের সে রঙিন আলোয় স্বপ্নের নীড় রুপে সজ্জিত হত আমাদের বসতঘরএখন আর এই বাড়ির কোন প্রাণবন্ততা নেইমৃত্যুপুরীর মতো দাঁড়িয়ে আছে আজ আমাদের প্রাণবন্তহীন নির্জন বাড়িটা

 

 

 

পুরো বাড়ি জুড়ে এখন নিরানন্দের বিলাপগৃহ আঙিনা জুড়ে ধরা পরে শুধু শুকনো পাতার হলুদ-রাঙা রঙতুইহীন শুন্যতা, শুকনো পাতার হাহাকার কান্নায় আমিও মর্মাহত হইভুলতে পারি না তোকে এক মুহুর্তচোখ বন্ধ করলেই তোকে দেখিখেতে বসলে তোর ছবি ভেসে উঠেমনে হয় তুই আমাকে খাওয়াচ্ছিসথালায় ভরে দিচ্ছিস তোর নিজ হাতের পছন্দকৃত রান্নার সব সুস্বাদু খাবারতোকেও কাছে টেনে খেতে বলি,নীল তুইও বোস না; কত দিন ধরে যেন তুই-আমি পাশাপাশিএকত্রে বসে খাই নাখাবার নিয়ে রসিকতা করিনা;তোর থালার মাছটা আমি ছিনিয়ে নিতে পারিনাবোস বোস...আবার স্বপ্ন বিভ্রমরাতের খাবার একাই খাচ্ছিখাবার মুখে নিচ্ছি কিন্তু ঢোক গিলতে পারছি নাবুকটা প্রচন্ড ব্যথা হয় তোকে ছাড়ামনটাও নিস্প্রাণ হয়ে যাচ্ছে ইদানিংজানিনা এই নিস্প্রাণতার ভবিষ্যত পরিণতি কি?

 

 

 

মনের মঞ্জিলের প্রতিটি জায়গায় তোর বিচরনসারাক্ষণ মনের ভিতর প্রেম দেবীর আসন নিয়ে বসে থাকিসরক্ত চলাচলের মতোই অনুভব হতে থাকিসমনের আয়নায় তোর সমস্ত হাসিঝরা ছবি ভেসে উঠতে দেখিগভীর রাতে স্বপ্নালোকে তোর অস্তিত্ব খুঁজে পাইতুই ফিরে আসিস আগের সেই নীল নয়োনা হয়েইএসে আমাকে কাছে টেনে আদর করিসগালে মুখে চুমু খাস,আমাকে জড়িয়ে ধরে তোর বুকের পরশ দিসআমি খুব উষ্ণতা অনুভব করিযৌবনের উত্তেজনায় তোকে কাছে টেনে নিতে উন্মুত্ত হইসেই মুহুর্তে তুই অদৃশ্য হয়ে যাস,তখনো তোর হাসিমাখা মুখ স্পষ্ট দেখতে পাইনীল...নীল..নীল বলে ডাকতে থাকিপা বাড়াই, কিন্তু বিছানা থেকে ঢপাশ করে পরে যাই মাটির মাঝেঅন্ধকারে স্বপ্ন বিভ্রমের পর আঘাত পাইতারপরেও সেই আঘাতের যন্ত্রণার ভিতর তোকে কাছে পাওয়ার জন্য আরও ব্যকুল হয়ে উঠি

 

 

 

বড় কষ্ট হয় রাতের বিছানায় যখন একাকী ঘুমাইতুই-ই বল, তুই-আমি যেখানে এক বিছানায় ঘুমাতামতোর শরীর আমার শরীর মিলে কখনো এক শরীর হয়ে যেতশরীরের ঘ্রাণে সৃষ্টি হতো পরম রসায়নচুম্বুকের মতো টেনে নিতে থাকতো এক শরীর আরেক শরীরকেআর গভীর রাত পর্যন্ত কবিতা আবৃত্তি চর্চা চলতোরাত কয়টা বাজতো সেদিকে নজর থাকতো নাকবিতা আবৃত্তির ভিতর তুই-আমি মিশে যেতাম কবিতার নানা চরিত্রেআমার কাব্যগল্পগুলো তোকে খুব আসক্ত করতো বলতি, তাই ওইগুলোই বেশি বেশি পড়তি লক্ষ্য করতামহাসি টেনে বলতি,তোমার কবিতা ছাড়া আর কারও কবিতা আমার ভালো লাগে নাশুনে খুব খুশি হতামতোকে নিয়েও কাব্যগল্প লেখার মনস্থ করতামসুন্দর সব কাব্যগল্পযেখানে গল্প থাকবে খুবই চমকপ্রদওই কাব্যগল্পগুলোতে ফুটিয়ে তুলতাম তোর-আমার স্বপ্নজয়ের সব চিত্রফুটে উঠতো আমাদের দাম্পত্য জীবনের এক একটি রঙিন স্বপ্নের প্রামাণ্যচিত্র

 

 

 

আমাদের চমৎকার কিছু স্বপ্ন ছিলস্বপ্ন পথেই যেন চলতাম আমরা দুজনস্বপ্ন দেখতাম কিভাবে আমাদের কাংখিত বৃষ্টিবিলাসবাড়িটা গড়ে তোলা যায়যার নকশা,চিত্র,রঙ তুই কল্পনা করতিসবৃষ্টিবিলাস’-এ কোথায় কি থাকবেপুকুর ভরা মাছ, সাতার কাটা চোখ জুড়ানো কৃত্রিম-অকৃত্রিম হাঁস, গৃহের ছাদ ও আঙিনা জুড়ে ফুলের বাগান কিভাবে নয়নাভিরাম করে সাজানো হবেআর সেই ফুল বাগানেসেখানে কোন রঙের প্রজাপতিরা আমন্ত্রিত হয়ে আসবে, তার একটা নকশা তুই চিত্রকরণ করেছিলিআর বৃষ্টিবিলাস রুম গুলো হবে খুব আকর্ষণীয়সে রুমগুলোর মধ্যে অন্যতম হবে কাব্যরজনীনামের রুমটিওই রুম জুড়ে থাকবে বিশাল সাহিত্যের সম্ভারকবিদের কবিতার বসবাস হবো আমাদের এই বৃষ্টিবিলাসতার দেওয়াল জুড়ে থাকবে প্রিয় কবিদের ছবিছবির পিছনে লাগানো থাকতো সাজ রঙিন বাতিসারাক্ষণ সেই রঙিন আলোয় কবিরা যেন ছবির ভিতর থেকেই কথা বলতে থাকবে পৃথিবীর অবধিকালএর সাথে অডিও স্বরে আবৃত্তি হতে থাকবে বিমুগ্ধ সব কবিতা

 

 

 

দুজনের  স্বপ্নের আরেকটা চমক ছিলো আমাদের সন্তানছেলে তামিম আহমেদ লিংকন ও মেয়ে তামাম্মুম শোভা ওলিপ্রিয়াকে নিয়ে সাজাতাম কল্পনাতীত ভবিষ্যতওদের মানুষ করতে আমাদের থাকতো নিত্যনতুন চিন্তাধারার অক্লান্ত পরিশ্রমকিভাবে নতুন অথিতির জন্য নতুন পৃথিবী গড়ে  তোলা যায়এ নিয়ে চলতো দুজনের চিন্তা-যুক্তির প্রয়াসওরা বড় হওয়ার পথেই শিক্ষা দিতাম,কিভাবে স্বপ্নকে জয় করতে হয়?  সে বিষয়ে বেশি দীক্ষা দিতে তুই মা হয়েএক সময় ওরা যখন বড় হয়ে যেত,শিক্ষা-দীক্ষায় অর্জন করে দেশ-বিদেশের সেরাদের সেরা হতোসেদিন আমরা গর্ব করে বলতাম,আমাদের সন্তানরা আজ পৃথিবী ছুঁয়েছেগর্বের মুকুট মাথায় পরিয়ে দিতাম তোরকিন্তু সেই স্বপ্নের বৃষ্টিবিলাসকে চোরাবালিতে রুপ দিয়ে চলে গেলি তুইহয়তো দূজনের দেখা হবে কিন্তু স্বপ্নের বৃষ্টিবিলাসটা নি:সঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে দুজনের মাঝখানে একটা কঠিন দেয়াল বাঁধা হয়ে

 

১৩ জানুয়ারী/১৩

 

০ Likes ২ Comments ০ Share ৫০২ Views

Comments (2)

  • - মোঃসরোয়ার জাহান

    besh laglo

    • - এবং হিমু

      অসংখ্য ধন্যবাদ :)