Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Shahidul Islam Pramanik

১০ বছর আগে

চশমখোর


শহীদুল ইসলাম প্রামানিক

বলছে হাবু, ‘ওরে বাবু
এইদিকে তুই আয়’
কথা শুনে পাগলা বাবু
মিটমিটিয়ে চায়।

‘আয় না কাছে কথা আছে
তোর যে চাচা জান,
খেলছে পথে, ছোট্ট ছেলে
ধরল তার যে কান’।

‘চিৎকার করতেই পিঠের পরে
দিল দু’ঘা মেরে,
ছোট্ট মানুষ মার খেয়ে সে
কাঁদলো গলা ছেড়ে’।

‘তার পরেতে কি করেছে
শুনবি নাকি আর,
হঠাৎ করে থাপা দিয়ে
ধরলো টিপে ঘাড়।

তার পরেতেও কইনি কিছু
দেখছি শুধু চেয়ে,
ফটাস করে চর মেরেছে
একলা তাকে পেয়ে।

এর পরেতে তোর চাচাজান
মিছেই খালি খালি
বিশ্রি ভাষা বলা যায়না
দিল অনেক গালি।

এসব দেখেও রাগ কিরিনি
গেলাম শুধু সয়ে,
মুখের মধ্যে গালি এসেছে
যাইনি তবু কয়ে।

কিন্তু এবার গাল দিবরে
বলবি নাকো তারে,
‘তোর চাচাজান মস্ত পাজি
মারবো লাথি ঘারে’।

‘এ গালিটাও বলবিনাকো
দিব্যি কসম তোর
তোর চাচাজান সত্যি সত্যি
আস্ত চশমখোর’।
০ Likes ২১ Comments ০ Share ৪৩৪ Views

Comments (21)

  • - রুদ্র আমিন

    তোর এ নয়ন

    তোর কালো কেশ

    তোর কথা বলা

    আমি শুধুই চেয়ে থাকি

    খোদার কি অপরূপ সৃষ্টি।

    - রোদেলা

    তোর বাকা চোখের চাহনিতে মোনালিসা ফেল
    তোর নিশ্বাসের গন্ধে গোলাপ তুচ্ছ
    তোকে নিয়ে গড়ে তুলবো সুখের সাম্রাজ্য।।

    টোটাল ফিদা

    - মাসুম বাদল

    তুই যদি সুখে থাকিস
    হৃদয়টা শোপিস বানিয়ে দেব-

    Load more comments...