Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

দিলারা জামান

৯ বছর আগে

চরম উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ- এর মানবাধিকার বিষয়ক কমিশন


দেশের চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন ইউএনএইচআর। 
 
পাশাপাশি সকল হত্যাকান্ডের সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়েছে। 
 
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের মুখপাত্র রাভিনা সামদাছানি এক বিবৃতিতে এসব কথা বলেন। 
 
বিবৃতিতে তিনি বলেন, বিরোধীদলীয় নেতাদের গ্রেফতার ও আটকের বিষয়টি যে স্বৈরাচারী নয় তা সরকারকে নিশ্চিত করতে হবে। 
 
আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুন:প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও বাকস্বাধীনতা নিশ্চিত করণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। 
 
বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা আরো ঘণীভূত হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে চরম উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ- এর মানবাধিকার বিষয়ক কমিশন।  
০ Likes ০ Comments ০ Share ৫১১ Views