Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আলভিনা চৌধুরী

১০ বছর আগে

চক্র

অন্যদিন ফেসবুকের সামনে অনেকক্ষন বসে থাকলে, বাবা নিজেই আমার রুমে এস বলে " কি কর ? পড়তে যাও " 
আর আজকে ঘরে ঢুকে আমার সাথে তার কনভার্সেশনঃ 
______________________

- কি করতেছ? 
:এমনি, কিছুনা ।
- কালকে পরীক্ষা নাই ? 
: নাহ, বাবা ।
- কবে আবার ? 
: আর নাই । শেষ । 
- ( কিছুক্ষন চুপ থাকার পর ) যাও তাইলে ,ঘুমাও। যাও ! যাও!! 
খায়া দায়া কাজ নাই, এখন ঘুমাবো ? ( নিচু স্বরে  ) 
_______________
হা হা হা । 
ভালো লাগছে কেন জানি । আবার মন খারাপও লাগছে । স্কুলে থাকতে যেদিন পরীক্ষা শেষ হত, সেদিন ই বাবার সাথে যেয়ে অনেকগুলা বই কিনতাম । সারাদিন বইতে নাক মুখ ডুবানো থাকত। মাঝে মাঝে আম্মার কঠিন বকা !! সেগুলো গায়ে না মেখে বই পড়ে আবেগে ভেসে ভেসে কত কিছু ভাবতাম ! আহ , জীবন ! কত যে ধাপ পার করতে হয় ! 

এখন বড় হয়ে গেছি হয়ত । বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ! বাবার সাথে যেয়ে অনেক দিন গল্পের বই কেনা হয় না । আমি এখন অনেক ব্যস্ত । আচ্ছা, সত্যি ব্যস্ত নাকি ব্যস্ত থাকার ভান ? সত্যিটা জানিনা। মাঝে মাঝে কিছু প্রশ্নের উত্তর ধোঁয়াশা রাখতে খুব ইচ্ছা করে । অকারণেই......      

 

০ Likes ২৬ Comments ০ Share ৫২৮ Views

Comments (26)

  • - ফেরদৌসী বেগম ( শিল্পী )

    /সাত পুরুষের বাস্তু ভিটা
    পুড়ে হয়ছে ছাই,
    মনন পুড়ে দীর্ঘ দীর্ঘশ্বাস
    বাঁচার চাইচে ঠাঁই।/
    খুব সুন্দর বাস্তব কথাগুলো বলেছেন ভাই, আপনার ছড়ায়। অনেক অনেক ভালোলাগা আর শুভকামনা রইলো।

    • - চারু মান্নান

      ধন্যবাদ, 

      ক্রান্তিকালে বিবর্ণ নিভু নিভু আলো; 

      পাশে চির চেনা অবক্ষয়ের ক্ষত!

    - জাকিয়া জেসমিন যূথী

    ভীষণ সুন্দর লিখেছেন ভাই। যেমন ছন্দ তেমন সমসাময়িক রুড় বাস্তবতা। 

    • - চারু মান্নান

      ধন্যবাদ, 

      ক্রান্তিকালে বিবর্ণ নিভু নিভু আলো; 

      পাশে চির চেনা অবক্ষয়ের ক্ষত!

    - মোকসেদুল ইসলাম

    সমসাময়িক বিষয়ে সুন্দর ভাবনা। ভাল লাগল কবি

    • - চারু মান্নান

      ধন্যবাদ, 

      ক্রান্তিকালে বিবর্ণ নিভু নিভু আলো; 

      পাশে চির চেনা অবক্ষয়ের ক্ষত!

    Load more comments...