Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ঘুষ

ঘুষ নিয়ে কেউ মন্দিরে যায়
নাকে দেয় সে খত রে,
বলেন ‘ঠাকুর ক্ষমা করো
আমি বড়ো সৎ রে’।
কেউবা আবার মসজিদে যায়
নামাজ রোজা রাখে,
ঘুষের টাকা সযতনে
পকেট ভরা থাকে।
গীর্জায় যান প্যাগোডায় যান
ডাকেন তো ঈশ্বরে,
এমনি কতো সৎ মানুষের
রোজ দেখি দৃশ্যরে !

------------------

০ Likes ১০ Comments ০ Share ৩৫৩ Views

Comments (10)

  • - নীল সাধু

    বর্তমান রজনৈতিক পরিস্থিতিতে লেখাটি নানা কারণে গুরুত্ব বহন করে। ধন্যবাদ আ শ ম এরশাদ এই তথ্যপুর্ন লেখাটির জন্য। আশা করছি বাংলাদশের অচলবস্থা কেটে গিয়ে নতুন সুর্য উদয় হবে। আমরা সেই সোনালী দিনের প্রত্যাশা করছি।

     

    আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন।  

    - লুৎফুর রহমান পাশা

    বিষয়টা বেশ জটিল। তারপরও বিষয় গুলি সামনে আসা উচিত। তবে পাশাপাশি আমার প্রশ্ন রইলে সংবিধানের এই ধারা গুলো কি বর্তমান সরকার দ্বারা পরিবর্তনের আগের নাকি পরের। যদি পরে হয় তাহলে আগে কি ছিল? সেইটাই বা কেন পরিবর্তন করা হলো। জনগনের সচেতনতা অনেক বেশী প্রয়োজন।

    - লুব্ধক রয়

    সংবিধান আমজনতা বোঝে না তারা বোঝে শান্তি। ধন্যবাদ আপনাকে।

    Load more comments...