Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Alamgir Sarker Liton

১০ বছর আগে

গায়ে জ্বলবো মিটিমিটি

তোর পূর্ণিমার আকাশে আমি

মধ্য রাতের নক্ষত্র হবো

আরো হব সাড়ারাতের জোনাকি-

গায়ে তখন ধরে রাখিস

জ্বলবো আমি মিটি মিটি।।

 

কোখনো যদি তোর বিষাদ

বিষন্ন মন হওয়ার আগে-

সন্ধ্যা আঁধার আসার আগে;

ভরিয়ে দিব ভাসিয়ে দিব

বিমুগ্ধ আলোকময় ভালোবাসা

না নইলে ধুধু অমাবস্যার লগ্ন

নীহারিকা ঝরবে কোটি কোটি।।

 

অন্তগহীনে মনোচিত্ত ভাবনায়

যথনতখন রাঙ্গীয়ে দিব পূর্ণিমায়

প্রকৃতির নিয়তির ঝর্ণাধারায়

ভাবিস না আর বইতে না দিব

স্বপ্ন দুলানো রঙ্গীন ভেলা হব;

মৃদূ স্পর্শে মুছে দিব; দেখি যদি

নোনা জল ঝরা ফোটাফুটি।।

 

লক্ষ কাঙ্খিত চাওয়াপাওয়া মাঝে

যদি করো বিন্দু মাত্র নিরাশা

আকাশ ভাঙ্গবে কষ্ট ভিরে ভিরে

অনল পোড়া রক্তের ঝরবে বৃষ্টি।।

 

লেখারতারিখঃ ১০/০২/১৪

=======+++++=====

 

০ Likes ৮ Comments ০ Share ৩৫৯ Views