Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জাহাঙ্গীর আলম

১০ বছর আগে

গালিবের শায়েরী- মহব্বত কি শায়েরী

৭১
কসম জনাজেপে আনেকী
মেরে খাতে হ্যায় , ‘গালিব’ ,
হমেশা খাতে থে জো,
মেরী জানকী কসম, আগে ৷
( আমার মৃত্যুর র আমার শবাধারের সামনে আসারই শপথ নিয়েছে
সে এখন পূর্বে প্রায়শই যে আমারই প্রাণের নামে দিব্যি
করতো ৷ )
৭২
দর্দসে মেরে হ্যায়
তুঝকো বেকরারী হায় হায়,
ক্যা হুই জালিম তেরী
গফলত্-শিয়ারী হায় হায় ৷
( আমার বেদনাই কিনা হলো শেষ পর্যন্ত তোমার অশান্তির
কারণ হায় হায় হে নিষ্ঠুরা রমণী, কি কাজেই বা লাগলো
তোমার আমার প্রতি সেই উদাসীন অবহেলা হায় হায় !!)
৭৩
হর চন্দ হর ইক্ সয়মে
তু হ্যায়,
পর তুঝসী তো কোই
সয় নহীঁ হ্যায় ৷
( হে ঈশ্বর, আমি জানি এই দুনিয়ার প্রতিটি বস্তু, প্রতিটি অস্তিত্বে
তুমি আছো তবু তোমার তুলনা পা না কোথাও ৷ )
৭৪
দেখ কর গৈর কো
হো কিঁউ না কলেজা ঠন্ডা,
নালা করতা থা,
বলে তালিবে-তাসীর ভী থা ৷
( অপর-জনের দুরবস্থা দেখে কেনই-ই বা ঠান্ডা হবে
না কলজেটা আমার ? এমন প্রতিক্রিয়াই তো
হোক আমি চাইতাম ৷ প্রিয়ার প্রত্যাখ্যানে ,অশ্রু সাগরে
যখন আমি ডুবে থাকতাম ৷ )
৭৫
যাতে হুয়ে কহেতে হো
কয়ামত্ কো মিলেঙ্গে
ক্যা খুব, কয়ামত্ কা হ্যায়
গোয়া কোঁই দিন অওর ৷
( তুমি যাবার সময় বলে গেলে, আবার দেখা হবে ৷ শেষ-বিচারর দিনে ৷
আচ্ছা ভালো, তাহলে এখনও আর একটি দিন নির্দিষ্ট আছে শেষ বিচারের জন্য ?)
৭৬
মওত্ কী রাহ না দেখুঁ
কি বিন আয়ে ন রহে,
তুমকো চাহুঁ, কি না আয়ো,
তো বুলায়ে ন বনে ৷
( মৃত্যুর জন্য পথ দেখবো না কেন, জানি সে তো না এসে থাকতেই পারবে না ৷ তোমাকে ভালবাসি, নিবিড় করেও চাই ৷ তবু কাছে ডাকতে পারি না, জানি ডাকলেও তো আসবে না তুমি ৷ )
৭৭
আ হী যাতা ওহ
রাহ পর, ‘গালিব’
কোই দিন অওর ভী
জিয়ে হোতে ৷
( গালিব, কথায় কথায় সে অনিন্দিতা ঠিক তোমার পথেই এসে যেত ৷
যদি আরও কিছুদিন অন্তত সে বেঁচে থাকতো ৷ )
৭৮
ইস্ রঞ্জসে উঠাই কাল উসনে
‘অসদ’ কী লাশ,
দুশমনভী জিসকো দেখকে
গমনাক হো গয়ে ৷
( এমন বেদনার সঙ্গে সে কাল ‘অসদ’-এর মৃতদেহ কাধেঁ উঠলো
যা দেখে পরম শত্রুও দুঃখ-সাগরে ডুব দিলো ৷)
৭৯
দিলে-গুমগশতা
মগর ইয়াদ আয়া
কোই বারানী-সী
বীরানী হ্যায় ৷
( এ মন আমার কবেই হারিয়ে গেছে ৷ তবু মনে পড়লো, শূন্যতায় ঘেরা কোনো শূন্যতাও আছে ৷)
৮০
হম ওহাঁ হ্যায়,
জহাঁসে হমকোভী,
কুছ হমারী খবর
নহীঁ আতী ৷
( আমি এখন সেইখানে আছি. যেখান থেকে আমি নিজেও
পাইনা নিজের কোনো খবর ৷)

(চলবে...)

০ Likes ৪ Comments ০ Share ৬৬৩ Views

Comments (4)

  • - চারু মান্নান

    বসন্ত রং এ রাঙা নিরন্তর!!
    কবির সবটুকু সময় হউক ভালোবাসার!!!!

    • - অব্যয় অনিন্দ্য

      ভাই

    - মাসুম বাদল

    তোমার প্রেমের আগুনে অগ্নিশুদ্ধ হতে হতে

    মন যে কয়লা হতে বসেছে

    আর বেশী দেরী করলে মন-পোড়া ছাই দিয়ে

    অ্যাসেজ-ক্রিকেট-সিরিজ খেলতে হবে তোমাকে ।

     

    খুব ভালো লিখেছেন...

    • - অব্যয় অনিন্দ্য