Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বর্ণ হীন

১০ বছর আগে

গাবতলীতে গরু আছে, ক্রেতা নেই

রোববার গাবতলী পশুর হাট ঘুরে দেখা গেছে, বিভিন্নজেলা থেকে ট্রাকে করে নিয়ে আসা পশু নামানো হচ্ছে হাটে। খামারিরা জানালেন, কুষ্টিয়া, দিনাজপুর, মেহেরপুর, সিরাজগঞ্জ, কুমিল্লার দাউদকান্দি, মানিকগঞ্জের সিংগাইর থেকেই আসছে বেশিরভাগ গরু। কুষ্টিয়া থেকে আসাখামারি মো. শফিক মোল্লার কাছেও মিললো একই বক্তব্য। তিনি জানালেন, টানা দুইদিন রোদের মধ্যে গরু নিয়ে অপেক্ষা করছেন, তবে ক্রেতা নেই।

অবশ্য ভিন্ন বক্তব্য পাওয়া গেল শ্যামলী থেকে গরু কিনতে আসা ব্যবসায়ী সাইফুররহমানের কণ্ঠে। তিনি জানান, গত দুই দিন ধরে তিনি বাজারে আসছেন পছন্দেরকোরবানীর পশু কেনার জন্য। তবে তিনি পাচ্ছেন না।

 

গাবতলী পশুর হাটপরিচালনা কমিটির সদস্য সানোয়ার হোসেন বলেন, এবারের হাটে গরু সরবরাহ যথেষ্টথাকলেও ক্রেতাদের ভিড় তেমন দেখা যাচ্ছে না। ঈদের সময় ঘনিয়ে আসার সঙ্গেসঙ্গে ক্রেতার সংখ্যা বাড়বে বলে তার আশা।

 

 

মুল সংবাদ

০ Likes ৩ Comments ০ Share ৪৪০ Views

Comments (3)

  • - চারু মান্নান

    Bha dharun Kobi,,,,,,,,,dharun

    - কামরুন নাহার ইসলাম

    বাব্বাহ্‌, আপনি যেন এক পরিপূর্ণ বিশ্বকোষ